বিশ্বের সবচেয়ে লম্বা মানুষটির নাম সুলতান কোসেন। এই তুর্কি নাগরিকের উচ্চতা ৮ ফুট ৯ ইঞ্চি। বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষ তিনি। অন্যদিকে সবচেয়ে কম উচ্চতার ২ ফুট ৭ ইঞ্চির জ্যোতি আমেজের বাড়ি ভারতে। সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় দ্বিতীয়বার দেখা হয়েছে তাদের। এর আগে ২০১৮ সালে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল।
কয়েক দিন আগে ফটো সেশনে অংশ নিয়েছিলেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের দুই অন্যতম সদস্য সুলতান ও জ্যোতি। মিশরের পর্যটন বিভাগের আমন্ত্রণে তারা সে দেশে গিয়েছেন। কোসেন ও জ্যোতি একসঙ্গে নীল নদের পশ্চিম তীরে অবস্থিত গিজার পিরামিডের সামনে ফটোশ্যুটে অংশ নেন। বেশ কিছু ছবি তোলেন তারা। পরে তা বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশ পায়।

চিকিৎসার ভাষায়, অ্যাক্রোমেগালিতে ভুগছেন সুলতান কোসেন। ‘পিটুইটারি জাইগান্টিজম’ নামে এক বিশেষ শারীরিক কন্ডিশনের কারণে সুলতান কোসেন এমন অস্বাভাবিক লম্বা হয়ে যান। ২০০৯ সালে তাকে বিশ্বের সবচেয়ে লম্বা মানুষের স্বীকৃতি দেয়া হয়। ইতিহাসে মাত্র ১০ জন ব্যক্তি পাওয়া যায়, যাদের উচ্চতা ৮ ফুটের বেশি। এছাড়াও সবচেয়ে লম্বা হাতের রেকর্ডটিও ৩৬ বছর বয়সী কোসেনের দখলে।
অপরদিকে জ্যোতির শারীরিক কন্ডিশনটাকে বলা হচ্ছে ‘অ্যাকোন্ড্রোপালসিয়া’। ২৫ বছর বয়সী এ নারীর আকৃতি ২ বছরের শিশুর সমান। তবে, জ্যোতির আরেকটি পরিচয় সে একজন টেলিভিশন তারকা। ‘বিগ বস’ এবং ‘আমেরিকান হরর স্টোরিজ’ নামে দু’টি টিভি অনুষ্ঠানে তাকে দেখা যায়।
