ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইরানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মাসুদ পেজেশকিয়ান

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০৮:৫৮ এএম

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে শপথ নিলেন সংস্কারবাদী পশ্চিমাপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেশিকিয়ান। মঙ্গলবার (৩০) জুলাই বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে ইসলামিক প্রজাতন্ত্রের নবম প্রেসিডেন্ট হিসেবে পার্লামেন্টের সামনে শপথ নেন তিনি।

পেজেশকিয়ান (৫ জুলাই) অতিরক্ষণশীল সাঈদ জালিলির বিরুদ্ধে দুই দফার নির্বাচনের পর জয় লাভ করেন। মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়া প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হলেন তিনি। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রেসিডেন্ট পদে পেজেশকিয়ানকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেন।

রাষ্ট্রীয় টিভিতে শপথগ্রহণের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। পেজেশকিয়ান এদিন বলেন, ‘আমি প্রেসিডেন্ট হিসেবে পবিত্র কুরআন ও ইরানের জনগণের সামনে সর্বশক্তিমান আল্লাহর নামে শপথ করছি, আমি দেশের সরকারি ধর্ম, ইসলামিক প্রজাতন্ত্রের ব্যবস্থা ও সংবিধানের রক্ষক হব।’

মঙ্গলবারের অনুষ্ঠানে আর্মেনিয়া, তাজিকিস্তান, মিশর, সুদান, ইরাক, তুরস্ক, সৌদি আরব, আজারবাইজান, কিউবা, ব্রাজিলসহ বেশ কয়েকটি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এনরিক মোরাও উপস্থিত ছিলেন।

এছাড়া আঞ্চলিক ইরান সমর্থিত মিত্ররাও উপস্থিত ছিলেন, যেমন হামাস নেতা ইসমাইল হানিয়াহ এবং ইসলামিক জিহাদের প্রধান জিয়াদ আল-নাখালাহ। পাশাপাশি লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের প্রতিনিধিত্ব করেছেন গোষ্ঠীটির উপমহাসচিব নাইম কাসেম। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা পাঠিয়েছিলেন মুখপাত্র মোহাম্মদ আবদুল সালামকে।

AHA/SM
আরও পড়ুন