ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হামাস নেতা হত্যার প্রতিক্রিয়া

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে একটি নতুন পর্ব শুরু হচ্ছে: হিজবুল্লাহ

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০২:২৪ পিএম

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে একটি নতুন পর্ব শুরু করছে বলে জানিয়েছে ইরান সমর্থিত হামাস ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ইসরায়েলের বর্বর হামলায় হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়া নিহতের ঘটনায় এ প্রতিক্রিয়া জানান তারা। 

সিনওয়ারের মৃত্যুর প্রতিক্রিয়ায় শুক্রবার ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে নামার প্রতিশ্রুতি দিয়েছে  হামাস ও হিজবুল্লাহ।

হিজবুল্লাহ বলেছে, ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে একটি নতুন পর্ব শুরু হচ্ছে। এখন থেকে ইসরায়েলি সৈন্যদের লক্ষ্যবস্তুতে নির্ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে। ইসরায়েলি শত্রুর সঙ্গে যুদ্ধে একটি নতুন এবং ক্রমবর্ধমান পর্যায়ে রূপান্তরের ঘোষণা দেওয়া হচ্ছে। প্রথমবারের মতো নির্ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে।

এদিকে লেবাননে কর্মরত একজন জ্যেষ্ঠ কূটনীতিক রয়টার্সকে বলেছেন, সিনওয়ারের মৃত্যু যুদ্ধের অবসান ঘটাবে বলে আশা করা ভুল। আমরা আশা করেছিলাম, সিনওয়ার থেকে পরিত্রাণ পাওয়াই হবে টার্নিং পয়েন্ট। যার ফলে যুদ্ধের সমাপ্তি ঘটবে... তারা তাদের অস্ত্র নামানোর জন্য প্রস্তুত হবে। কিন্তু এখন মনে হচ্ছে আমরা আবারও ভুল করেছি।

একই কথা বলছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। তিনি বলেন, দুর্ভাগ্যবশত, আমরা একটি ব্যাপক আঞ্চলিক যুদ্ধের দ্বারপ্রান্তে আছি।

সূত্র : এএফপি

AHA
আরও পড়ুন