ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গ্রহণযোগ্য শর্তে যুদ্ধবিরতি, না হলে লড়াই চলবে: হিজবুল্লাহ প্রধান

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৮:৫২ এএম

যদি ইসরায়েলিরা আক্রমণ বন্ধ করার সিদ্ধান্ত নেয়, আমরা বলি যে আমরা তা গ্রহণ করব, কিন্তু সেই শর্তে যা আমরা উপযুক্ত মনে করি। তা না হলে ইসরায়েলের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর নতুন প্রধান নাঈম কাসেম।

হিজবুল্লাহর নেতা হওয়ার পর প্রথম ভাষণে বুধবার (৩০ অক্টোবর) এই কথা বলেন তিনি। খবর আলজাজিরার।

নাঈম কাসেম বলেন, গ্রহণযোগ্য হবে এমন একটি যুদ্ধবিরতির প্রস্তাব চাই হিজবুল্লাহ, তবে আমরা যুদ্ধবিরতির জন্য ভিক্ষা করব না। এ ছাড়া চুক্তি নিশ্চিত করতে রাজনৈতিক প্রচেষ্টা এখনো ফলপ্রসূ হয়নি বলেও জানান তিনি।

হিজবুল্লাহ প্রধান বলেন, এখন পর্যন্ত এমন কোনো প্রস্তাব উপস্থাপন করা হয়নি যা ইসরায়েল মেনে নেয় এবং আমাদের আলোচনার জন্য গ্রহণযোগ্য বলে মনে হয়।

লেবানন ও অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির চেষ্টা করছেন আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা। এমন সময়ে হিজবুল্লাহ প্রধানের এই ভাষণ সামনে এলো।

হিজবুল্লাহর প্রতিষ্ঠাতা সদস্য কাসেমকে মঙ্গলবার নতুন নেতা হিসেবে নির্বাচিত করা হয়। তিনি ইরানপন্থী দলটির সাবেক নেতা হাসান নাসরুল্লাহর স্থলাভিষিক্ত হয়েছেন। গত সেপ্টেম্বরের শেষের দিকে বৈরুতের একটি উপশহরে ইসরায়েলি বিমান হামলায় নাসরুল্লাহ নিহত হন। কাসেম তিন দশকের বেশি সময় ধরে নাসরুল্লাহর সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

AHA/FI
আরও পড়ুন