ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফিলিস্তিনিদের সরাতে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান আরব দেশগুলোর

ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেওয়া বিবৃতিতে সই করেছেন জর্ডান, মিশর, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা এবং ফিলিস্তিনের প্রেসিডেন্টের উপদেষ্টা হুসেইন আল-শেখ।

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪১ পিএম

গাজা ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের সরানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতা করেছে আরব দেশগুলো। এ বিষয়ে দেশগুলোর পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা একটি যৌথ বিবৃতি দিয়েছেন। খবর রয়টার্সের।

সোমবার (৩ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে দেওয়া এক চিঠিতে যৌথভাবে প্রতিবাদ জানিয়েছেন পাঁচ আরব দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা।   

চিঠিতে বলা হয়েছে, গাজার পুনর্গঠনে ফিলিস্তিনিদের প্রত্যক্ষ অংশগ্রহণে থাকতে হবে। ফিলিস্তিনিরা নিজের ভূমিতেই থেকে তা পুনরুদ্ধারে সহযোগিতা করবে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেওয়া বিবৃতিতে সই করেছেন জর্ডান, মিশর, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা এবং ফিলিস্তিনের প্রেসিডেন্টের উপদেষ্টা হুসেইন আল-শেখ। শীর্ষ এই কূটনীতিকেরা রোববার মিশরের রাজধানীজ কায়রোতে একটি বৈঠক করেন। এখান থেকেই রুবিওর কাছে ওই চিঠি পাঠানো হয়। চিঠিতে তারা ছয়জনই স্বাক্ষর করেছেন।

ওই চিঠিতে আরও বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনে পুরো পুনর্গঠন প্রক্রিয়ায় নিজস্ব সিদ্ধান্ত গ্রহণে তাদের সম্পূর্ণ অধিকার থাকা উচিত। তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।

এর আগে গত ২৫ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প পরামর্শ দেন, জর্ডান ও মিশর গাজা থেকে ফিলিস্তিনিদের নিয়ে আশ্রয় দিতে পারে। তাৎক্ষণিকভাবেই জর্ডান, মিশর ও অন্য আরব দেশগুলো এই প্রস্তাবের বিরোধিতা করেছিল। এবার আনুষ্ঠানিকভাবে যৌথ বিবৃতি দিল দেশগুলো।

২০২৩ এর ৭ অক্টোবর থেকে গাজায় সামরিক আগ্রাসন চালায় ইসরায়েল। গাজার স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১৫ মাস ধরে চলা ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় প্রায় ৬২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে এক লাখের বেশি মানুষ। তবে বর্তমানে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয় গাজায়।

 

 

Fj
আরও পড়ুন