ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ১৬, আহত ১৮

‘একজন স্ক্র্যাপ ডিলার একটি পুরাতন বোমা ব্যবহার করে প্রচণ্ড এ বিস্ফোরণ ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।’

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৫:৪৯ পিএম

সিরিয়ায় বোমা বিস্ফোরণে ১৬ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।  একজন স্ক্র্যাপ ডিলার একটি পুরাতন বোমা ব্যবহার করে প্রচণ্ড এ বিস্ফোরণ ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

রোববার (১৬ মার্চ) দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

শনিবার (১৫ মার্চ) ভূমধ্যসাগরীয় শহর লাতাকিয়ায় বিস্ফোরণে একটি চার তলা ভবন ধসে পড়ে। কংক্রিটের স্ল্যাব ভেঙে বাসিন্দারা তাদের বাড়ির নিচে চাপা পড়ে যায়। উদ্ধারকারী দল রাতভর লাশগুলো উদ্ধার করে। এদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। জীবিতদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।

সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা দল জানিয়েছে, অ্যাপার্টমেন্ট ব্লকের একটি হার্ডওয়্যার দোকানে এ বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছে।

সিরিয়ার সানা সংবাদ সংস্থার ছবিতে দেখা যায়, লাতাকিয়ার ঘনবসতিপূর্ণ দক্ষিণাঞ্চলীয় আল-রিমাল এলাকা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে। ভবনটি যেখানে এক সময় দাঁড়িয়ে ছিল সেখানে ধ্বংসস্তূপের স্তূপ দেখা গেছে ছবিতে।

ব্রিটেন-ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও বিস্ফোরণটিকে ‘দুর্ঘটনা’ বলে অভিহিত করেছে।

Fj
আরও পড়ুন