ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার শুজাইয়া শহরে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরাইল বাহিনী। এতে নারী ও শিশুসহ কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৫ জন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন অনেকেই।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বুধবার গাজা শহরের শেজাইয়া পাড়ায় আবাসিক ভবনে ইসরায়েলি বিমান বোমাবর্ষণ করে। নিহতের মধ্যে আট শিশুও রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আলজাজিরা জানায়, ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরের বালাতা শরণার্থী শিবির ও নিকটবর্তী নাবলুসে বড় ধরনের অভিযান চালিয়েছে।
এর আগে, গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনেই কমপক্ষে ৫৮ ফিলিস্তিনি নিহত হন। এছাড়া আহত হয়েছেন আরও ২১৩ জন। পুরো গাজাজুড়েই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর বর্বরতায় এখন পর্যন্ত ৫০ হাজার ৮১০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যাদের বেশিরভাগই নারী শিশু। এছাড়া আহত হয়েছেন আরও এক লাখ ১৫ হাজার ৬৮৮ জন। সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা আপডেট করে ৬১ হাজার ৭০০ জনেরও বেশি বলে জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হওয়া হাজার হাজার মানুষকে এখন মৃত বলে ধরে নেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
