ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ১০

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১১:৪৪ এএম

ইয়েমেনের হোদেইদার আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (৯ এপ্রিল) যুক্তরাষ্ট্রের এই হামলায় নারী ও শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বৃহস্পতিবার (১০ এপ্রিল) ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী পরিচালিত টেলিভিশন চ্যানেল আল মাশিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর হামাসের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েলি কিংবা ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। কয়েক মাস এ অবস্থা চলার পর হুথিদের সতর্কবার্তা দিতে ইয়েমেনে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। তারপর থেকে লোহিত সাগরে চলাচলকারী মার্কিন বাণিজ্যিক জাহাজগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করা শুরু করে হুথিরা।

হামলা বন্ধে কয়েক দফায় সতর্কবার্তা দেওয়ার পর গত ১৫ মার্চ থেকে ফের ইয়েমেনে হামলা শুরু মার্কিন বিমান বাহিনী। অবশ্য হুথি বিদ্রোহীরাও থেমে নেই।

হুথি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, বুধবার হুথি যোদ্ধারা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। তেল আবিবে ইসরায়েলের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে তারা। এছাড়াও লোহিত সাগরে টহলরত মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার জাহাজ হ্যারি এস ট্রুম্যানকে লক্ষ্য করে ড্রোন হামলা করেছে হুথি গোষ্ঠী।

ইরানের মদতপুষ্ট হুথি গোষ্ঠী ২০১৪ সালে ইয়েমেনের সরকারকে হটিয়ে রাজধানী সানা দখল করে। তবে পুরো ইয়েমেন নিজের কব্জায় নিতে না পারলেও বর্তমানে দেশটির অর্ধেক অঞ্চল হুথিদের দখলে। ২০২১ সালে হুথি গোষ্ঠীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সূত্র : গালফ নিউজ

SN
আরও পড়ুন