ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিশ্বজুড়ে দূতাবাস বন্ধের ঘোষণা ইসরায়েলের

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৭:০৮ পিএম

সাম্প্রতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত কারণ প্রদর্শন করে ইসরায়েল বিশ্বজুড়ে দূতাবাস ও কনস্যুলেট বন্ধ করার ঘোষণা দিয়েছে। খবর রয়টার্সের।

সুইডেনে অবস্থিত ইসরায়েল দূতাবাস সূত্র জানায়, অস্থায়ী এবং অনির্দিষ্টকালের জন্য এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। বন্ধ থাকার সময় দূতাবাসগুলোতে কোনো রকমের কনস্যুলার পরিসেবা দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।

এর আগে বার্লিনে অবস্থিত ইসরায়েলি দূতাবাস বন্ধ করার খবর প্রকাশিত হয়েছিল।

এদিকে ইসরায়েল আবারও হামলা চালিয়েছে ইরানে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজের শাহিদ ফাকুরি সামরিক ঘাঁটিতে এই হামলা চালানো হয়। শুক্রবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এই হামলা হয় বলে আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে শুক্রবার (১৩ জুন) ভোররাতে অভিযান চালিয়ে রাজধানী তেহরান ও আশপাশের কয়েকটি স্থানে হামলা করে ইসরায়েল বিমানবাহিনী। এসব হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি, ইসলামিক রেভলুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)-এর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় ঘাঁটির প্রধান মেজর জেনারেল গোলাম আলী রাশিদ এবং অন্তত ছয় পারমাণবিক বিজ্ঞানী নিহত হন।

Raj/AHA
আরও পড়ুন