ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চাইলেন নেতানিয়াহু

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৩:০৫ পিএম

আমেরিকার জনগণ ও সেনাদের কাছে সমর্থন চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক ভিডিও বার্তায় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মদিনের শুভেচ্ছা জানান এবং যুক্তরাষ্ট্রের সেনা ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নেতানিয়াহু বলেন, ইসরায়েলি সেনারা মধ্যপ্রাচ্যের স্বাধীনতা রক্ষা করছে। তিনি ইরানকে ‘অত্যাচারী’ হিসেবে উল্লেখ করে বলেন, ইসরায়েলি পদক্ষেপ না নিলে ইরান তাদের মদদদাতারা হামাস ও হিজবুল্লাহকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করতে পারে।

মা‌র্কিনি‌দের উদ্দেশে নেতা‌নিয়াহু ব‌লে‌ন, আমাদের যারা শত্রু, তারা আপনাদেরও শত্রু। আমরা এমন এক হুমকির মোকাবিলা কর‌ছি, যা আমাদের সবাইকে এখন কিংবা প‌রে বিপদের মুখে ফেলবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমেরিকান জনগণ এবং বিশ্বের আরও অনেকের স্পষ্ট সমর্থনে ইরা‌নের বিরু‌দ্ধে এই পদক্ষেপ নিচ্ছে ইসরায়েল। সূত্র: বিবিসি

RK/SN
আরও পড়ুন