ইসরায়েলের টানা হামলার মুখে ইরানের রাজধানী তেহরান ছেড়ে পালাচ্ছেন অনেক বাসিন্দা। আতঙ্কে শহর ছাড়ার আগে জ্বালানি সংগ্রহে পেট্রল পাম্পগুলোতে ছিলো ভিড় দেখা গেছে।
রোববার (১৫ জুন) স্থানীয় বাসিন্দারা জানান, মানুষজন ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে। পেট্রল পাম্পে অনেক ভিড়। সবাই নিরাপদ স্থানে যেতে চাচ্ছে। তবে অনেক জায়গায় জ্বালানি ঘাটতির কারণে সব গাড়িচালকই পেট্রল পাচ্ছেন না।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘মানুষজন ভয় পেয়ে যাচ্ছে। অনেকে পেট্রল পাম্পে উপচে পড়েছে, কারণ সবাই চাইছে নিরাপদ স্থানে যেতে।’
অনেকে বলছেন, পাম্পে অল্প পেট্রল রয়েছে, সেজন্য চাইলে সবাই নিতে পারছে না। অপর এক বাসিন্দা বলেন, ‘রাজধানীতে আশ্রয় নেওয়ার মতো নিরাপদ জায়গা নেই। যদি হামলা হয়, কোথায় যাব?’
অনেক মানুষ রাজধানী ছেড়ে উত্তর দিকে যাচ্ছে। কারণ সেখানে গ্রাম এলাকা এবং তারা নিরাপদ মনে করছেন। কিন্তু মহাসড়কগুলো গাড়িতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, ফলে চলাচল হচ্ছে অনেক ধীর ও দুর্বল। সূত্র: রয়টার্স