ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যুক্তরাষ্ট্রের সাহায্য চাওয়া ইসরায়েলের ‘দুর্বলতার লক্ষণ’: খামেনি

আপডেট : ১৯ জুন ২০২৫, ০৮:০৫ পিএম

চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সাহায্য চাওয়া ইসরায়েলের ‘দুর্বলতার লক্ষণ’ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

বৃহস্পতিবার (১৯ জুন) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

পোস্টে খামেনি লিখেছেন, ‘ইহুদিবাদী শাসকদের আমেরিকান বন্ধুরা তাদের সঙ্গে যোগ দিয়েছে এবং যে ধরনের কথা বলছে তা তাদের দুর্বলতা ও অক্ষমতারই লক্ষণ।’

ইসরায়েলি আগ্রাসনে ভয় না পেয়ে দৃঢ় থাকতে নিজ দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শত্রু যদি বুঝতে পারে আপনি তাদের ভয় পাচ্ছেন, তাহলে তারা আপনাকে ছাড়বে না।’ 

তিনি আরও বলেন, ‘আপনারা এখন পর্যন্ত যেভাবে আচরণ করেছেন, তা অব্যাহত রাখুন; সেই আচরণই আরও দৃঢ়তার সঙ্গে চালিয়ে যান।’

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আজ বলেন, ‘আয়াতুল্লাহ আলী খামেনির বেঁচে থাকা উচিত নয়। খামেনিকে হত্যা করা এই যুদ্ধের অন্যতম অংশ।’

FJ
আরও পড়ুন