ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইরানে পরমাণু স্থাপনায় হামলার ঘটনায় সৌদির কড়া প্রতিক্রিয়া

আপডেট : ২০ জুন ২০২৫, ০৮:৫২ পিএম

ইরানের বেসামরিক পারমাণবিক স্থাপনায় হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব। এই হামলা চালানোর মাধ্যমে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করা হয়েছে মন্তব্য করেছে সৌদি আরবের পারমাণবিক ও বিকিরণ নিয়ন্ত্রক কমিশন।

বৃহস্পতিবার (১৯ জুন) ইরানের একাধিক পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার পর এই প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব।

সৌদি আরবের পারমাণবিক ও বিকিরণ নিয়ন্ত্রক কমিশন (নিউক্লিয়ার অ্যান্ড রেডিওলজিক্যাল রেগুলেটরি কমিশন) এক বিবৃতিতে জানিয়েছে, নাগরিক পরমাণু স্থাপনায় সামরিক হামলা আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। 

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ আপডেটে বলা হয়েছে, গত ১৩ জুন হামলার শুরুর পর থেকে ইরানের একের পর এক পারমাণবিক স্থাপনাকে নিশানা করে ক্ষেপনাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। এর মধ্যে বৃহস্পতিবার ইরানের খোন্দাব হেভি ওয়াটার রিসার্চ রিঅ্যাক্টরের ওপরও হামলা হয়েছে।

বেসামরিক পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের এমন হামলার পর সৌদি আরবের পারমাণবিক ও বিকিরণ নিয়ন্ত্রক কমিশন বলেছে, বেসামরিক পরমাণু স্থাপনায় সামরিক হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) বলেছে, ইসরায়েলের হামলায় ইরানের খোন্দাব হেভি ওয়াটার রিসার্চ রিঅ্যাক্টর স্থাপনার মূল ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, স্থাপনাটি নির্মাণাধীন হওয়ায় সেখানে কোনও ধরনের পারমাণবিক উপাদান ছিল না। যে কারণে সেখানে বিকিরণের কোনও ঝুঁকি নেই বলে প্রত্যাশা করা হচ্ছে।

এর আগে, ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতাঞ্জ এবং ভূগর্ভে অবস্থিত ফোরদো প্ল্যান্টেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সূত্র: আল জাজিরা।

FJ
আরও পড়ুন