ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যুদ্ধবিরতি নিয়ে মিথ্যা বলেছেন ট্রাম্প : তেহরান টাইমস

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৯:১৭ এএম

ইরান-ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে ইরানের সংবাদমাধ্যম তেহরান টাইমস। মঙ্গলবার  (২৪ জুন) গণমাধ্যমটির এক প্রতিবেদনে এই দাবি তুলে ধরা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তা আরেকটি মিথ্যা কথা। যুদ্ধবিরতিতে রাজি নয় ইরান।

এদিকে যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পাননি বলে জানিয়ে ইরানের শীর্ষ কর্মকর্তা বলেছেন, ইরান এখনো যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পায়নি। তাদের কাছে এমন কোনো প্রস্তাবের প্রয়োজনও নেই।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এই শীর্ষ কর্মকর্তা বলেন, ইরান স্থায়ী শান্তি অর্জনের আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বক্তব্য আমাদের কাছে প্রতারণার অংশ। এই মুহূর্তেও শত্রুপক্ষ ইরানের ওপর আগ্রাসন চালাচ্ছে। আমরা শত্রুর মিথ্যা কথায় কান দিচ্ছি না।

এর আগে ইরান-ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ট্রাম্প জানান, আগামী ‘প্রায় ছয় ঘণ্টার মধ্যে’ এ যুদ্ধবিরতি কার্যকর হবে। তখন ইরান-ইসরায়েল তাদের চলমান সামরিক অভিযান ধীরে ধীরে গুটিয়ে নেবে।  

SN
আরও পড়ুন