ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইসরায়েল হামলা বন্ধ করলে ইরানও হামলা করবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৮:২৪ এএম

ইসরায়েল হামলা বন্ধ করলে ইরানও হামলা চালাবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, ইসরায়েল যদি ইরানে মঙ্গলবার ভোররাত ৪টা থেকে তেহরানে আক্রমণ না করে, তাহলে আমরাও কোনো হামলা চালাবো না। মঙ্গলবার (২৪ জুন) ইরানের স্থানীয় সময় ভোররাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্ট  দিয়ে তিনি এসব কথা বলেন।

আরাঘচি বলেন, ইরান যেমন বারবার স্পষ্ট করে বলেছে, ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, বিপরীতভাবে নয়।  তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধ করার বিষয়ে কোনো ‘চুক্তি’ নেই। তবে যদি ইসরায়েলি সরকার তেহরানের সময় ভোররাত ৪টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তার অবৈধ আগ্রাসন বন্ধ করে, তবে আমাদেরও আর হামলা অব্যাহত রাখার কোনো ইচ্ছা নেই।  আমাদের সামরিক অভিযান বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে। 

এর আগে ইরান ও ইসরায়েল সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প জানান, এই যুদ্ধবিরতি কার্যকর হবে ছয় ঘণ্টার মধ্যে, যখন ইসরায়েল ও ইরান তাদের চলমান অভিযান শেষ করবে।

আরও পড়ুন