তুরস্কে স্থানীয় সময় রোববার (২৯ জুন) সমুদ্র তীরবর্তী ইজমির প্রদেশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে আগুন। দাবানলের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো লড়াই চালিয়ে যাচ্ছে দমকলকর্মীরা। বাতাসের তীব্রতায় মুহূর্তেই আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এ আগুন। স্থানীয় কর্তৃপক্ষ চারটি গ্রাম ও দুটি আবাসিক এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়েছে। সূত্র: রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ঘণ্টায় ১০০ কিলোমিটার বাতাসের বেগ থাকায়, আগুনের লেলিহান শিখা ছড়ায় তুরস্কের জনপ্রিয় পর্যটন নগরী ম্যান্ডেরেস-এ। ফলে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ইজমির আন্তর্জাতিক বিমান বন্দর।
জঙ্গলের কাছাকাছি ৬টি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে প্রশাসন। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ১ হাজারের বেশি ফায়ার সার্ভিস কর্মী। এছাড়া ১১টি বিমান ও ২৭টি হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে রাসায়নিক। যদিও দাবানলের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।
বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি জানান, ইজমিরের কুয়ুকাক এবং দোগানবে এলাকায় রাতভর ৪০-৫০ কিলোমিটার (২৫-৩০ মাইল প্রতি ঘণ্টা) বেগে বাতাসের কারণে আগুন লেগেছে। চারটি গ্রাম ও দুটি পাড়া খালি করা হয়েছে।
ইজমিরের গভর্নর সুলেইমান এলবান জানান, রোববার ইজমিরের সেফেরিহিসার ও মেন্দেরেস জেলার মাঝখানে প্রথম আগুনের সূত্রপাত ঘটে। প্রবল বাতাসের (ঘণ্টায় ১১৭ কিলোমিটার) কারণে তা দ্রুত বিস্তৃত হয়ে দাবানলে রূপ নেয়।
বৈজ্ঞানিক বিশ্লেষণ বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে গ্রীষ্মকাল আরও বেশি উষ্ণ ও শুষ্ক হয়ে উঠছে, যার প্রভাবে দাবানলের ঘটনা বাড়ছে। গত বছরও ইজমিরের একই এলাকাকে গ্রাস করেছিল এক ভয়াবহ অগ্নিকাণ্ড।
