ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

তুরস্কে ভয়াবহ দাবানল, সরিয়ে নেয়া হচ্ছে বাসিন্দাদের

আপডেট : ৩০ জুন ২০২৫, ০৬:১২ পিএম

তুরস্কে  স্থানীয় সময় রোববার (২৯ জুন) সমুদ্র তীরবর্তী ইজমির প্রদেশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে আগুন। দাবানলের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো লড়াই চালিয়ে যাচ্ছে দমকলকর্মীরা। বাতাসের তীব্রতায় মুহূর্তেই আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এ আগুন। স্থানীয় কর্তৃপক্ষ চারটি গ্রাম ও দুটি আবাসিক এলাকা থেকে  বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়েছে। সূত্র: রয়টার্স। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ঘণ্টায় ১০০ কিলোমিটার বাতাসের বেগ থাকায়, আগুনের লেলিহান শিখা ছড়ায় তুরস্কের জনপ্রিয় পর্যটন নগরী ম্যান্ডেরেস-এ। ফলে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ইজমির আন্তর্জাতিক বিমান বন্দর।

জঙ্গলের কাছাকাছি ৬টি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে প্রশাসন। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ১ হাজারের বেশি ফায়ার সার্ভিস কর্মী। এছাড়া ১১টি বিমান ও ২৭টি হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে রাসায়নিক। যদিও দাবানলের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি জানান, ইজমিরের কুয়ুকাক এবং দোগানবে এলাকায় রাতভর ৪০-৫০ কিলোমিটার (২৫-৩০ মাইল প্রতি ঘণ্টা) বেগে বাতাসের কারণে আগুন লেগেছে। চারটি গ্রাম ও দুটি পাড়া খালি করা হয়েছে।

ইজমিরের গভর্নর সুলেইমান এলবান জানান, রোববার ইজমিরের সেফেরিহিসার ও মেন্দেরেস জেলার মাঝখানে প্রথম আগুনের সূত্রপাত ঘটে। প্রবল বাতাসের (ঘণ্টায় ১১৭ কিলোমিটার) কারণে তা দ্রুত বিস্তৃত হয়ে দাবানলে রূপ নেয়।

বৈজ্ঞানিক বিশ্লেষণ বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে গ্রীষ্মকাল আরও বেশি উষ্ণ ও শুষ্ক হয়ে উঠছে, যার প্রভাবে দাবানলের ঘটনা বাড়ছে। গত বছরও ইজমিরের একই এলাকাকে গ্রাস করেছিল এক ভয়াবহ অগ্নিকাণ্ড।

AA/FJ
আরও পড়ুন