ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ওমানে গোল্ডেন ভিসা চালু

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ পিএম

বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট এবং পেশাগত দক্ষতাভিত্তিক ব্যক্তিদের দেশটিতে টানতে ওমান ১০ বছরের মেয়াদী গোল্ডেন ভিসা চালু করেছে। এ পদক্ষেপ নেওয়া হয়েছে ওমানের ২০৪০ ভিশন বাস্তবায়নের অংশ হিসেবে। খবর জানিয়েছে গালফ নিউজ।

সম্প্রতি সালালাতে আয়োজিত ‘টেকসই ব্যবসায়ী পরিবেশ’ ফোরামে গোল্ডেন ভিসা চালুর ঘোষণা দেওয়া হয়। কর্মকর্তারা জানিয়েছেন, এ ভিসার মাধ্যমে বেসরকারি খাতকে শক্তিশালী করা, চাকরির বাজার সম্প্রসারণ এবং দক্ষতা বিনিময়ের পরিবেশ তৈরি করা সম্ভব হবে।

গোল্ডেন ভিসার ধরন ও শর্ত

টায়ার ওয়ান ভিসা (১০ বছর)

  • ন্যূনতম ৫ লাখ ওমানি রিয়াল বিনিয়োগ করতে হবে একটি লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, পাবলিক জয়েন্ট-স্টক কোম্পানি অথবা সরকারি বন্ডে। অথবা সুলতানাতে সমপরিমাণ সম্পত্তি ক্রয় করতে হবে।
  • কোম্পানি গঠনের ক্ষেত্রে অন্তত ৫০ জন ওমানি নাগরিককে চাকরির সুযোগ দিতে হবে।
  • আবেদন খরচ ৫৫১ ওমানি রিয়াল, নবায়নযোগ্য।

টায়ার টু ভিসা (৫ বছর)

  • ন্যূনতম ২ লাখ ৫০ হাজার ওমানি রিয়াল বিনিয়োগ করতে হবে লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, পাবলিক জয়েন্ট-স্টক কোম্পানি বা সম্পত্তি ক্রয়ে।
  • আবেদন খরচ ৩২৬ ওমানি রিয়াল।
  • এছাড়া, বর্তমানে ওমানে বসবাসরত প্রবাসী কর্মীরা মাসিক ন্যূনতম ৪ হাজার ওমানি রিয়াল স্থায়ী আয়ের প্রমাণ দেখিয়ে বর্ধিত আবাসিক অনুমতি নিতে পারবেন।

আবেদনের যোগ্যতা

  • বয়স ন্যূনতম ২১ বছর।
  • আর্থিকভাবে সচ্ছল ও নিরপরাধ মুক্ত হতে হবে।
  • বৈধ পাসপোর্ট এবং স্বাস্থ্য বিমানের উপস্থিতি বাধ্যতামূলক।

এভাবে ওমান প্রবাসী বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি থাকার সুযোগ দিচ্ছে এবং দেশটিতে ব্যবসা ও চাকরির সুযোগ প্রসারিত করার জন্য আরও বন্ধনশীল পরিবেশ তৈরি করছে।

NB/AHA
আরও পড়ুন