পাকিস্তান সীমান্তের কাছাকাছি আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে প্রায় ৫০০ জনে পৌঁছেছে। সেই সঙ্গে আহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে বলে খবর পাওয়া গেছে।
রোববার (৩১ আগস্ট) স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে আফগানিস্তানের কুনর, নাঙ্গারহার ও লাঘমান প্রদেশে রিখটার স্কেলে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে এবং হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় জানায়, কুনর, নাঙ্গারহার ও লাঘমানের কেন্দ্রীয় হাসপাতালগুলোতে আহতদের জরুরি রক্তের প্রয়োজন রয়েছে। জাতীয় ইসলামি সেনাবাহিনী উদ্ধার কার্যক্রমে তৎপর এবং আহতদের দ্রুত স্থানান্তর করছে।
এছাড়া, জাতিসংঘের প্রতিনিধি সংস্থা ক্ষতিগ্রস্ত অঞ্চলে জরুরি সাহায্য পাঠিয়েছে এবং বেঁচে যাওয়া ব্যক্তিদের সহায়তায় কাজ করছে।
ভূমিকম্পের কারণে ব্যাপক অর্থনৈতিক ও মানবিক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে যাতায়াত অব্যাহত রয়েছে।
সূত্র: আরটিএ
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২৫০