ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সৌদির নতুন প্রকল্পে একসঙ্গে নামাজ পড়তে পারবেন ৯ লাখ মুসল্লি

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৫:৫৯ পিএম

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান পবিত্র মসজিদুল হারামের সংলগ্ন এলাকায় ‘কিং সালমান গেট’ নামে একটি বিশাল উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। প্রকল্পের নামাজের স্থানগুলোতে একসঙ্গে ৯ লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন, ইনডোর ও আউটডোর উভয় এলাকাসহ। মক্কার কেন্দ্রীয় এলাকা ঘিরে প্রায় ১২ মিলিয়ন বর্গমিটার জায়গাজুড়ে গড়ে উঠবে এই ঐতিহাসিক মেগা প্রকল্প।

সৌদি সরকারের ভিশন ২০৩০ এর অংশ হিসেবে নেওয়া এই প্রকল্পের লক্ষ্য হজ ও ওমরাহ পালনকারীদের জন্য উন্নত সেবা নিশ্চিত করা, আধ্যাত্মিক অভিজ্ঞতা সমৃদ্ধ করা এবং পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম বাস্তবায়ন করা।

মসজিুদল হারামের পাশে গড়ে উঠবে এ উন্নত নগর। এখানে থাকবে আবাসন, সংস্কৃতি ও সেবা সুবিধা। প্রকল্পের নামাজের স্থানগুলোতে একসঙ্গে ৯ লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন, ইনডোর ও আউটডোর উভয় এলাকাসহ।
 
‘কিং সালমান গেট’ মক্কার ঐতিহ্যবাহী স্থাপত্যের সৌন্দর্য বজায় রেখে আধুনিক নকশায় নির্মিত হবে। প্রকল্পের আওতায় প্রায় ১৯ হাজার বর্গমিটার ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিক এলাকা পুনর্বাসন করা হবে, যাতে আগত হাজিদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হয়।

প্রকল্পের আওতায় থাকবে উন্নত গণপরিবহন সংযোগ, যা পবিত্র হারামে যাতায়াতকে আরও সহজ করবে। ব্যবহৃত হবে পরিবেশবান্ধব প্রযুক্তি ও টেকসই সম্পদ ব্যবস্থাপনার নীতিমালা।

কর্তৃপক্ষ জানিয়েছে, ২০৩৬ সালের মধ্যে প্রায় ৩ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। নির্মাণ, পর্যটন, আবাসন, বাণিজ্য ও সেবা খাতে এই চাকরিগুলো স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে।

এই প্রকল্পটি বাস্তবায়ন করছে রুয়া আল-হারাম আল-মাক্কি কোম্পানি, যা সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (PIF)-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি হারাম ঘিরে নগর উন্নয়নে আন্তর্জাতিক মান অনুসরণ করছে।

এই প্রকল্প শেষ হলে হজ ও ওমরাহ পালনকারীদের জন্য পবিত্র নগর মক্কা হবে আরও আধুনিক, নিরাপদ ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ একটি অভিজ্ঞতার কেন্দ্র।

DR/FJ
আরও পড়ুন