ভেনেজুয়েলায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকে সেনাবাহিনীর স্বীকৃতি

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১০:৩৭ এএম

চরম নাটকীয়তার মধ্য দিয়ে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দেলসি রদ্রিগুয়েজকে স্বীকৃতি দিয়েছে দেশটির শক্তিশালী সেনাবাহিনী। গত শনিবার দিবাগত রাতে রাজধানী কারাকাসে মার্কিন কমান্ডো অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস অপহৃত হওয়ার পর এই ঘোষণা এল।

রোববার (৪ জানুয়ারি) দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ টেলিভিশনে প্রচারিত এক ভাষণে জানান, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯০ দিনের জন্য বর্তমান ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেনাবাহিনী এই আদেশের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে।

গত শনিবার গভীর রাতে কারাকাসে এক ঝটিকা অভিযান চালিয়ে মাদুরো দম্পতিকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা নিউইয়র্ক সিটির একটি ফেডারেল কারাগারে বন্দি রয়েছেন বলে জানা গেছে। ওই অভিযানের সময় মার্কিন সেনাদের বাধা দিতে গিয়ে মাদুরোর বেশ কয়েকজন দেহরক্ষী নিহত হয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শোক প্রকাশ করেছেন।

মাদুরো অপহৃত হওয়ার পর থেকে রাজধানী কারাকাসসহ পুরো দেশ কার্যত স্থবির হয়ে পড়েছিল। দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছিল। তবে রোববারের ভাষণে প্রতিরক্ষামন্ত্রী জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের মাতৃভূমি সংবিধান মেনেই চলবে। আমি সকলকে স্বাভাবিক অর্থনৈতিক ও পেশাগত কর্মকাণ্ডে ফিরে যাওয়ার অনুরোধ করছি।’

সূত্র: এএফপি

DR/SN
আরও পড়ুন