ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভেনিজুয়েলায় সোনার খনিতে আবারও ধস, নিহত ২৩

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২২ এএম

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আবারও সোনার খনিতে ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। 

বুধবার (২১ ফেব্রুয়ারি) ইওরগি আর্কিনিগা স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বলিভার রাজ্যের জঙ্গলে বুল্লা লোকা নামে পরিচিত সোনার খনিতে ধসে এ মৃত্যু হয়।

ভেনেজুয়েলার বেসামরিক সুরক্ষা উপমন্ত্রী কার্লোস পেরেজ অ্যাম্পুয়েদা সামাজিক মাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, দেশের জন্য এটি একটি মর্মান্তিক ঘটনা। যেখানে অনেকের প্রাণ গেছে। ভিডিওটিতে দেখা গেছে একটি সোনার খনির কর্মীদের উপর ধীরে ধীরে মাটির একটি প্রাচীর ভেঙে পড়ছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ২০০ জন লোক এ খনিতে কাজ করতো। বলিভার রাজ্যের নাগরিক নিরাপত্তাবিষয়ক সেক্রেটারি এডগার কোলিনা রেয়েস বলেছেন, আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

বলিভার অঞ্চল সোনা, হীরা, লোহা, বক্সাইট, কোয়ার্টজ এবং কোল্টান সমৃদ্ধ। রাষ্ট্রীয় খনি ছাড়াও এই অঞ্চলে অবৈধভাবে এসব মূল্যবান ধাতু উত্তোলনের বিকাশমান শিল্পও রয়েছে।

এর আগে গত বছরের ডিসেম্বরে একই অঞ্চলের ইকাবারুর আদিবাসী সম্প্রদায়ের একটি খনি ধসে কমপক্ষে ১২ জন নিহত হয়েছিল। সূত্র: আল জাজিরা

MB/FI
আরও পড়ুন