ঢাকা
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভুল গাড়িতে উঠে হেনস্তার শিকার মার্কিন নারী

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৬ এএম

ভুল গাড়িতে উঠে হেনস্তার শিকার হয়েছেন এক মার্কিন নারী। দুই পুরুষ বন্ধুর সঙ্গে ক্যালিফোর্নিয়া থেকে ফ্লোরিডা বেড়াতে গিয়েছিলেন ওই মার্কিন নারী। সেখান থেকে মোটেলে ফেরার জন্য অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সার্ভিস উবারে গাড়ি ডেকে দেন তার এক বন্ধু। এ সময় ভুল পরিচয়ে ওই নারীকে মোটেলে নিয়ে যান ড্যানি অ্যাভেসিলাস (৪৯) নামের আরেকজন চালক।

ভুক্তভোগী বলেন, তিনি আমাকে বিশ্বাস করান ওটা আমার উবার। তিনি আমাকে গাড়িতে উঠতে বলেন। এটি দেখতে অবিকল সেই গাড়ির মতো ছিল যার জন্য আমি অপেক্ষা করছিলাম। ওই নারী জানান, গাড়িতে উঠার কয়েক ঘণ্টা পর তিনি চেতনা ফিরে পেয়ে নিজেকে বিবস্ত্র অবস্থায় আবিষ্কার করেন।

পুলিশের হাতে আসা সিসিটিভি ফুটেজ দেখা গেছে, মিয়ামি বিচের ওল্ড সিটি হলের সামনে এক বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে ছিলেন ভুক্তভোগী নারী। এ সময় ওই চালক তাকে গাড়িতে তোলেন, নির্দিষ্ট মোটেলের পরিবর্তে দূরের আরেকটি মোটেলে নিয়ে যান। যদিও ভুক্তভোগী সেখানে কীভাবে পৌঁছান তা মনে করতে পারছেন না।

হলফনামায় বলা হয়েছে, অভিযুক্ত ড্যানি দুই বার ভুক্তভোগীর ক্রেডিট কার্ড ব্যবহার করেছেন। তিনি মোটেলে যাওয়ার পথে গাড়িতে তেল ভরেছেন এবং ঘণ্টাপ্রতি কক্ষ ভাড়া দিয়েছেন। চলতি মাসের শুরুর দিকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

মায়ামি পুলিশ বিভাগ জানিয়েছে, ড্যানির বিরুদ্ধে অপহরণ, ক্রেডিট কার্ড ও পরিচয়পত্র জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি ওই নারীকে যৌন নিপীড়ন করেছেন। খবর নিউইয়র্ক পোস্ট ও সিবিএস নিউজের।

আদালতে ভুক্তভোগী বলেছেন, এ ঘটনায় তিনি আঘাত পেয়েছেন। তিনি বলেন, আমি জানি না আমার সঙ্গে কি করেছিল। আমি হাঁটুর ইনজুরির মধ্য দিয়ে যাচ্ছি। আমার অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

এদিকে এ ঘটনার পর ড্যানির লাইসেন্স বাতিল করেছে উবার। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, এই জঘন্য আচরণ বর্ণনা করার মতো কোনো শব্দ নেই। বিষয়টি জানা মাত্রই আমরা চালকের লাইসেন্স বাতিল করেছি। এ বিষয়ে তদন্তে আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করছি।

SN/FI
আরও পড়ুন