হারিকেন বেরিল এবং পূর্ববর্তী গ্রীষ্মমন্ডলীয় ঝড় আলবার্তোর সাথে যুক্ত ভারী বৃষ্টিপাতের কারণে কমপক্ষে ২০০টি কুমির উত্তর মেক্সিকান রাজ্যের তামাউলিপাস, টেক্সাস থেকে জুড়ে শহুরে এলাকায় প্রবেশ করেছে। সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
জুনে আলবার্তোর প্রভাবে প্রচুর বৃষ্টিপাতের পর এ পর্যন্ত প্রায় ২০০টি কুমির সনাক্ত ও ধরা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। মৌসুমি ঝড় আলবার্তোর পর হারিকেন বেরিল একই এলাকাই তাণ্ডব চালায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে উপকূলীয় উপহ্রদগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে, যে কারণে কুমিরগুলো ট্যাম্পিকো, সিউদাদ মাদেরো এবং আলতামিরার মতো শহরগুলিতে ঢুকে পড়েছে। এই তিনটি শহর থেকে অত্যন্ত ১৬৫টি কুমির সনাক্ত ও ধরা হয়েছে।
তামাউলিপাস রাজ্যের পরিবেশ বিভাগের প্রধান কারিনা লিজেথ সালদিভার এক বিবৃতিতে বলেছেন যে সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে জলের স্তর বেড়ে যাওয়ায় শহরে কুমির ঢুকে পড়ছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব রাস্তাঘাট ও ড্রেন বৃষ্টির পানিতে তলিয়ে ছিল সেসব জায়গায় পানি নামতে শুরু করেছে ফলে এসব জায়গায় আরও বেশি কুমির দেখা মিলার আশাঙ্কা করা হচ্ছে।
