ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ট্রাম্পের মনোনীত শীর্ষ মন্ত্রীদের বোমা হামলার হুমকি!

প্রাথমিক অনুসন্ধানে পুলিশের প্রতিক্রিয়া আকৃষ্ট করার জন্য প্রতারণারমূলক কিছু ফোনকল পাওয়া গেছে।

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০২:২২ পিএম

সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার মনোনীত কয়েকজনকে লক্ষ্য করে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)। এফবিআই জানিয়েছে যে তারা ‘বহু বোমা হামলার হুমকি’ এবং ‘হয়রানি ঘটনার’ বিষয়ে অবগত।

প্রাথমিক অনুসন্ধানে পুলিশের প্রতিক্রিয়া আকৃষ্ট করার জন্য প্রতারণারমূলক কিছু ফোনকল পাওয়া গেছে। গত মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ও বুধবার কমপক্ষে ৯জনকে এই ধরনের হয়রানিমূলক হুমকি দেওয়া হয়েছে। যাদেরকে হুমকি দেওয়া হয়েছে তারা ডোনাল্ড ট্রাম্পের মনোনীত ব্যক্তি।

বুধবার এফবিআই বলেছে, আগত প্রশাসনের মনোনীত এবং নিয়োগপ্রাপ্তদের লক্ষ্য করে অসংখ্য বোমার হুমকি সম্পর্কে আমরা সচেতন আছি এবং আমাদের আইন প্রয়োগকারী অংশীদারদের সঙ্গে কাজ করছি।

এফবিআই আরও বলেছে, আমরা সমস্ত সম্ভাব্য হুমকিগুলো গুরুত্ব সহকারে নিই এবং জনসাধারণেকে আইন প্রয়োগকারী সংস্থার কাছে সন্দেহজনক কিছু বলে অবিলম্বে রিপোর্ট করতে উৎসাহিত করুন।

এর আগে, ট্রাম্পের ট্রানজিশন টিমের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, ট্রাম্প নিযুক্ত ব্যক্তিরা তাদের জীবন এবং তাদের সঙ্গে যারা বসবাস করেন তাদের জন্য হিংসাত্মক, অ-আমেরিকান হুমকির লক্ষ্যবস্তু। মনোনীতদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারীরা দ্রুত কাজ করেছে। তবে লেভিট বা এফবিআই কেউই কাউকে দায়ী করে চিহ্নিত করেনি। সূত্র: বিবিসি

SN/KK
আরও পড়ুন