ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দাবানল ঠেকাতে যুক্তরাষ্ট্রের পাশে কানাডা-মেক্সিকো

কানাডার পাশাপাশি মেক্সিকোও দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করছে। মেক্সিকোর দমকল বাহিনীও যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে।

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৯:১৪ পিএম

যুক্তরাষ্ট্রের লস অ্যানজেলেসে দাবানলের আগুন নেভাতে হিমশিম খাচ্ছে স্থানীয় দমকল বাহিনী। এমন পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছে কানাডা ও মেক্সিকো। 

গত সপ্তাহ থেকে দাবানলের আগুনে পুড়ে ছাই হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস। শহরটি স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানলের শিকার হয়েছে। দাবানলে ইতোমধ্যেই প্রাণ হারিয়েছেন ২৪ জন। ধ্বংস হয়ে গেছে ১২ হাজারের বেশি ঘরবাড়ি এবং পুড়ে গেছে হাজার হাজার একর জমি।

এদিকে দাবানল এখনো কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না; বরং সংশ্লিষ্ট কর্মকর্তারা সতর্ক করেছেন, বিপজ্জনক ঝোড়ো বাতাসের গতি আরও বাড়তে পারে, যা আগুনকে ভয়াবহভাবে ছড়িয়ে দিতে পারে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে তাদের প্রধান প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকো।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা দিয়েছেন, দাবানলের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে কানাডা থেকে ৬০ জন অভিজ্ঞ দমকলকর্মী যুক্তরাষ্ট্রে পাঠানো হবে। রোববার (১২ জানুয়ারি) রাতে সমাজ মাধ্যমে এ ঘোষণা দেন তিনি।

ট্রুডো বলেন, ‘প্রতিবেশী হিসেবে আমরা একে অপরকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। ক্যালিফোর্নিয়ার মানুষদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।’

কানাডার পাশাপাশি মেক্সিকোও দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করছে। মেক্সিকোর দমকল বাহিনীও যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ ওই দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। বলা হচ্ছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানলের শিকার হয়েছে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের ওই শহর।

শুষ্ক প্রবল বাতাসের ফলে দাবানলের আগুন হু হু করে চারদিকে ছড়িয়ে পড়ে খুব অল্প সময়ের মধ্যে। এতে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহরটি। ১২ হাজারের বেশি ঘরবাড়ি পুড়ে ছারখার হয়ে গেছে। পুড়েছে হাজার হাজার একর জমি।

এ ক্ষতি কাটিয়ে উঠতে টানা ছয় মাসের বেশি সময় শহরটিকে সহায়তা দিয়ে যেতে হবে বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

AA/NC
আরও পড়ুন