ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাইডেনের নিষেধাজ্ঞা প্রত্যাহার

ইসরায়েলকে শক্তিশালী বোমা সরবরাহ করতে ট্রাম্পের নির্দেশ

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০২:১২ পিএম

বাইডেনের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ‘২০০০ পাউন্ডের’ শক্তিশালী বোমা ইসরায়েলকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ফিলিস্তিনিদের ওপর নির্বিচার হামলা চালাতে ইসরায়েলের জন্য তৈরি করা শক্তিশালী এই বোমার একটি চালান আটকে দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তবে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য মার্কিন সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। 

একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৫ জানুয়ারি) ডোনাল্ড ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের জানান- ইসরায়েলে ২০০০ পাউন্ড ওজনের বোমা সরবরাহের ওপর সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে মার্কিন সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, বোমার চালানটি আমরা ছেড়ে দিয়েছি। ২০০০ পাউন্ড ওজনের বোমা সরবরাহের চালানটি আমরা আজ ছেড়ে দিয়েছি। ইসরায়েল সেটি পাবে। ইসরায়েল এর জন্য অর্থ দিয়েছিল এবং দীর্ঘ সময় এর জন্য অপেক্ষা করছে।

কেন তিনি শক্তিশালী বোমাগুলো সরবরাহের নির্দেশ দিয়েছেন জানতে চাইলে ট্রাম্প বলেন, ইসরায়েল এগুলো কিনেছে।

শনিবার ট্রাম্প ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে বলেন, অনেক জিনিস যা ইসরায়েল অর্ডার করেছিল এবং যার জন্য অর্থ প্রদান করেছিল, কিন্তু বাইডেন পাঠায়নি, এখন তা হস্তান্তর করা হবে! সূত্র: আল-জাজিরা, রয়টার্স

SN/AHA
আরও পড়ুন