ব্রাজিলের অভিবাসীদের হাতকড়া পরিয়ে নিজের দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (২৫ জানুয়ারি) এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ব্রাজিল সরকার। খবর ফ্রান্স ২৪-এর।
এটাকে তাদের অধিকারের প্রতি ‘চরম অবজ্ঞা’ বলে অভিহিত করেছে দেশটি। এর আগে ওয়াশিংটন থেকে কয়েক ডজন অভিবাসীকে বিমানে করে হাতকড়া পরিয়ে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র।
ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে তারা বিমানে যাত্রীদের সাথে অবমাননাকর আচরণের বিষয়ে ওয়াশিংটনের কাছ থেকে ব্যাখ্যা দাবি করবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার আগেই অভিবাসন-বিরোধী কঠোর কর্মসূচি হাতে নেয়ার ঘোষণা দেন। দায়িত্ব নেয়ার পরপরই তিনি অবৈধ অভিবাসন এবং গণহারে বহিষ্কার করার পদক্ষেপ শুরু করেন।
ব্রাজিলের বিচার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিমানটি যখন উত্তরাঞ্চলীয় শহর মানাউসে অবতরণ করে, তখন ব্রাজিলীয় কর্তৃপক্ষ মার্কিন কর্মকর্তাদের ‘অবিলম্বে হাতকড়া খুলে ফেলার’ নির্দেশ দেয়।’
বিবৃতিতে আরও বলা হয়, বিচারমন্ত্রী রিকার্ডো লেওয়ানডোস্কি এরই মধ্যে বিষয়টি প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে অবহিত করেছেন। এটি ব্রাজিলের নাগরিকদের মৌলিক অধিকারের প্রতি স্পষ্ট অবজ্ঞা বলেও জানান মন্ত্রী।
এরপর প্রেসিডেন্টের হস্তক্ষেপে ওই বিমান থেকে সব অভিবাসীকে নামিয়ে দেশের বিমান বাহিনীর বিমানে সম্মানজনকভাবে নিজ নিজ রাজ্যে পাঠানো হয়।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সমাজ মাধ্যম এক্সে এক পোস্টে জানায়, শুক্রবার (২৪ জানুয়ারি) রাতের ফ্লাইটে যাত্রীদের সাথে অবমাননাকর আচরণের বিষয়ে মার্কিন সরকারের কাছে ব্যাখ্যা চাইবে ব্রাজিল। সরকার জানিয়েছে যে বিমানটিতে সে সময় ৮৮ জন ব্রাজিলিয়ান ছিলেন।
যুক্তরাষ্ট্রে সাঁড়াশি অভিযান, ৫৩৮ অবৈধ অভিবাসী গ্রেপ্তার
অবৈধ অভিবাসী তাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের