ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ট্রাম্পকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৭ এএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রের বের হওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুস । সোমবার (৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবিগুলো খণ্ডন করেন তিনি।

সবচেয়ে বড় দাতা দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রস্থান  ডব্লিউএইচও’র বাজেট ও বৈশ্বিক জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় বড় ধরনের শূন্যতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

টেড্রোস তার বক্তব্যে বলেন, আমরা এ সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করছি। আশা করছি, যুক্তরাষ্ট্র এটি পুনর্বিবেচনা করবে। গত সাত বছরে ডব্লিউএইচও তার ইতিহাসের সবচেয়ে বড় সংস্কার বাস্তবায়ন করেছে।

ট্রাম্পের অভিযোগ ছিল, ডব্লিউএইচও জরুরি সংস্কার গ্রহণে ব্যর্থ হয়েছে এবং অতিরিক্ত অর্থ দাবি করেছে। তবে টেড্রোস এই দাবির সঙ্গে একমত নন। তিনি জানান, সংস্থাটি স্বেচ্ছা অনুদানের ওপর নির্ভরশীল হলেও, এর বাজেটের ভারসাম্য আনতে সাধারণ সদস্য ফি’য়ের মাধ্যমে অর্থায়ন বাড়ানোর পরিকল্পনা করছে।

ট্রাম্পের আরও অভিযোগ ছিল যে, ডব্লিউএইচও কোভিড-১৯ মহামারি ব্যবস্থাপনায় ব্যর্থ হয়েছে। টেড্রোস দাবি করেন, সংস্থাটি শুরু থেকেই দ্রুত পদক্ষেপ নিয়েছিল এবং সতর্কতা জারি করেছিল।

JA
আরও পড়ুন