ভ্যালেন্টাইনে ২৭৫০ মার্কিন ডলারের উপহার বেচাকেনা হবে যুক্তরাষ্ট্রে

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২০ পিএম

ভালোবাসা দিবস উপলক্ষে আগামীকাল (১৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রে ২ হাজার ৭৫০ কোটি মার্কিন ডলারের উপহারসামগ্রী বেচাকেনা হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩ লাখ ৩৫ হাজার ৫০০ কোটি টাকা। ফুল, গয়না, চকলেটসহ বিভিন্ন ধরনের উপহারসামগ্রীতে এই বিপুল পরিমাণ অর্থ খরচ করবেন দেশটিতে বসবাসকারীরা।

ওই দেশের ৫৬ শতাংশ ভোক্তা ভালোবাসা দিবস উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছেন। এই দিবসে যুক্তরাষ্ট্রের প্রতিটি পরিবারের গড়ে ১৮৮ ডলার ৮১ সেন্ট খরচ হবে।

ভালোবাসা দিবসের অর্থনীতির এ বছরের বাজার নিয়ে প্রাক্কলন করে চেম্বার অব কমার্সের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিটেইল ফেডারেশন।

দ্য সোসাইটি অব আমেরিকান ফ্লোরিস্টস জানিয়েছে, এবারের ভালোবাসা দিবস উপলক্ষে ফুল ব্যবসায়ীরা ২৫ কোটি ফুল প্রস্তুত করছেন। যুক্তরাষ্ট্রে চকলেট-ক্যান্ডির মতো মিষ্টান্ন ভালোবাসা দিবসের উপহার হিসেবে বেশ জনপ্রিয়। এবার ৫৬ শতাংশ আমেরিকান ক্যান্ডি কেনার পরিকল্পনা করছেন।

JA
আরও পড়ুন