এক সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি পোপ ফ্রান্সিসের অবস্থা এখনও "সঙ্কটাপন্ন" বলে জানিয়েছে ভ্যাটিকান। শনিবার (২২ ফেব্রুয়ারি) তার শারীরিক অবস্থা অবনতি ঘটে এবং "হাঁপানিজনিত শ্বাসকষ্টের সংকট" তৈরি হয়, যা নিয়ন্ত্রণে উচ্চমাত্রার অক্সিজেন থেরাপি প্রয়োগ করা হয়েছে। ৮৮ বছর বয়সী পোপ নিউমোনিয়ার চিকিৎসাধীন থাকলেও সচেতন রয়েছেন এবং দিনের বেশিরভাগ সময় চেয়ারে বসে কাটিয়েছেন। তবে গতকালের তুলনায় তাঁর ব্যথা বেড়েছে বলে স্বীকার করেছে ভ্যাটিকান।
রক্তসঞ্চালন ও চিকিৎসার বিবরণ:
পোপের রক্তশূন্যতা (অ্যানিমিয়া) মোকাবিলায় রক্তসঞ্চালন করা হয়েছে। শনিবার রাত থেকে রোববার ভোরে প্রকাশিত বিবৃতিতে ভ্যাটিকান জানায়, "রাতটি শান্তিপূর্ণ কাটিয়েছেন পোপ, তিনি পর্যাপ্ত বিশ্রাম নিয়েছেন।" তবে তাঁর বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।
সাপ্তাহিক প্রার্থনা বাতিল:
নিউমোনিয়ার জটিলতায় পোপ ফ্রান্সিস শনিবার সাপ্তাহিক 'অ্যাঞ্জেলাস' প্রার্থনা থেকে বিরত থাকবেন বলে ঘোষণা করা হয়—যা তাঁর প্রায় ১২ বছরের পন্টিফিকেটে মাত্র তৃতীয়বারের মতো ঘটলো। গত সপ্তাহের শুরুতে তাঁর অবস্থার উন্নতি হচ্ছিল বলে জানানো হয়েছিল। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভ্যাটিকান জানায়, চিকিৎসায় ইতিবাচক সাড়া মিলছে।
চিকিৎসকদের সতর্কবাণী:
পোপের পূর্ববর্তী সার্জারি করেছেন এমন সার্জন ড. সার্জিও আলফিয়েরি শুক্রবার সাংবাদিকদের বলেন, "পোপ কি এখন বিপদমুক্ত? না। উভয় দরজা এখনও খোলা। তাঁর জীবন কি তাৎক্ষণিক ঝুঁকিতে? না। তবে চিকিৎসার ফল পেতে আরও সময় লাগবে।"
