চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার কথা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, ‘প্রেসিডেন্ট শি’র সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। এক পর্যায়ে আমি তার সঙ্গে সাক্ষাৎ করব।’
ফ্লোরিডা থেকে ওয়াশিংটন যাওয়ার পথে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প এ তথ্য জানান। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।
টিকটক কেনা নিয়ে শিগগিরই একটি চুক্তি আশা করা যায় কি না?- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘সম্ভবত। এটি কিনতে আমরা চারটি ভিন্ন গোষ্ঠীর সঙ্গে কাজ করছি। অনেকে এটি (টিকটক) কিনতে আগ্রহী। এটি কিনব কি না, সে ব্যাপারে আমি সিদ্ধান্ত নিব।’
ফেব্রুয়ারিতে চীনের সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তি হওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন। তিনি বলেছিলেন, শি জিনপিং মার্কিন যুক্তরাষ্ট্র সফর করতে পারেন।
এরআগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক ও কৌশলগত উত্তেজনার মধ্যে চীন জানিয়েছিল, তারা যেকোনও ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন শুল্কের জবাবে চীন এই হুঁশিয়ারি দিয়েছিল।
এদিকে, বেইজিং তার অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে। চীনের বার্ষিক ন্যাশনাল পিপলস কংগ্রেসে দেশটির নেতারা এই পরিকল্পনা তুলে ধরেন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক বরাবরই উত্তেজনাপূর্ণ। ট্রাম্প প্রশাসনের চীন-বিরোধী সদস্যরা এই বিবৃতিকে ওয়াশিংটনের জন্য প্রধান কৌশলগত ও অর্থনৈতিক হুমকি হিসেবে ব্যাখ্যা করতে পারেন।
চীনের সামরিক বাজেট বর্তমানে ২৪৫ বিলিয়ন ডলার, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। তবে দেশটির প্রকৃত সামরিক ব্যয় আরও বেশি হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।
