যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাককে জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে বিশ্বখ্যাত বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্স। গতকাল মঙ্গলবার এক ঘোষণায় ব্যাংকটি এ তথ্য জানিয়েছে।
বিশ্বব্যাপী বাড়তে থাকা ভূরাজনৈতিক অস্থিরতা ও নীতিমালা–সংক্রান্ত অনিশ্চয়তার মধ্যে ব্যাংকিং খাতে অভিজ্ঞ নীতিনির্ধারকদের যুক্ত করার প্রবণতার অংশ হিসেবে গোল্ডম্যান স্যাকস এ সিদ্ধান্ত নিয়েছে।
ঋষি সুনাক এখনো উত্তর ইংল্যান্ডের একটি আসনে কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০০-এর দশকের শুরুর দিকে বিশ্লেষক হিসেবে গোল্ডম্যান স্যাকসেই কর্মজীবন শুরু করেছিলেন। এরপর বিভিন্ন হেজ ফান্ডে কাজ করেন। প্রায় দুই দশক পর আবারও তিনি এই ব্যাংকেই ফিরলেন।
অতীতে আর্থিক খাতে চাকরি ও তাঁর স্ত্রীর পারিবারিক সম্পদের কারণে সুনাক ছিলেন যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে ধনী প্রধানমন্ত্রী। গত বছরের জুলাইয়ে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে সুনাকের কনজারভেটিভ পার্টি হেরে যায়। দলটির এক শ বছরের ইতিহাসে এটি ছিল সবচেয়ে বাজেভাবে পরাজয়ের নজির। এরপর ব্রিটিশ প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ান ঋষি সুনাক। তখন থেকেই মূলত তিনি লোকচক্ষুর অন্তরালে চলে গেছেন। সম্প্রতি অক্সফোর্ড ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষা ও গবেষণামূলক কাজেও যুক্ত হন সুনাক।
গোল্ডম্যান স্যাকসের প্রধান নির্বাহী ডেভিড সলোমন বলেন, ‘ঋষিকে আবার আমাদের সঙ্গে পেয়ে আমি আনন্দিত। তিনি আমাদের বৈশ্বিক গ্রাহকদের পরামর্শ দেবেন এবং নিজের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি দিয়ে ভূরাজনৈতিক ও অর্থনৈতিক নানা ইস্যুতে সহায়তা করবেন।’
