ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের  

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৫:৩০ পিএম

২০১৮ সালের পর ইরানের ওপর সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত ৫২টি নৌযানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যার অধিকাংশই তেল ও পণ্যবাহী জাহাজ।বুধবার (৩০ জুলাই) মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয় হয়।

মার্কিন প্রশাসনের দাবি, নৌযান করে ইরান ও রাশিয়া তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য রফতানি করছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা শামখানির ছেলের নিয়ন্ত্রণে রয়েছে এসব নৌযান ।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ট্রাম্প আমলের ‘সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতির’ পর সবচেয়ে বড় পদক্ষেপ এই নিষেধাজ্ঞাগুলো । নতুন নিষেধাজ্ঞার আওতায় এসেছে ১৫টি শিপিং কোম্পানি, ৫২টি জাহাজ, ১২ জন ব্যক্তি ও ৫৩টি প্রতিষ্ঠান-যারা ১৭টি দেশে কাজ করছে।

সরকারি তথ্য অনুযায়ী, ইরানের অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন।

MH/FJ
আরও পড়ুন