ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৭০ দেশের ওপর মার্কিন শুল্ক কার্যকর, কোন দেশে কত?

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১২:২৪ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে ৭০টি দেশ ও বাণিজ্য অংশীদারের পণ্যের ওপর নতুন করে ‘পারস্পরিক শুল্ক’ আরোপ করেছেন। এর হার ১০ শতাংশ থেকে ৪১ শতাংশ পর্যন্ত।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ‘পারস্পরিক শুল্ক হার আরও সংশোধন’ শীর্ষক এক বিবৃতিতে, মার্কিন যুক্তরাষ্ট্র তার অন্তত ৭০টি বাণিজ্যিক অংশীদার এবং তাদের নিজ নিজ ‘সমন্বিত’ শুল্ক হার তালিকাভুক্ত করেছে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের পণ্যগুলোর ওপর শুল্ক হারের একটি নির্দিষ্ট নিয়ম প্রযোজ্য হবে।

শুল্ক আরোপের কারণ হিসেবে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, এই শুল্ক আরোপের লক্ষ্য হলো যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে কিংবা যাদের সঙ্গে ওয়াশিংটনের বাণিজ্যিক ভারসাম্য নেই, তাদের রপ্তানি পণ্যের ওপর চাপ বাড়ানো। 

তালিকা অনুসারে দেখে নেওয়া যাক কোন দেশে কত শুল্ক আরোপ করা হয়েছে-

বাংলাদেশ ২০ শতাংশ, আফগানিস্তান ১৫ শতাংশ, আলজেরিয়া ৩০ শতাংশ, অ্যাঙ্গোলা ১৫ শতাংশ, বলিভিয়া ১৫ শতাংশ, বসনিয়া ও হার্জেগোভিনা ৩০ শতাংশ, বতসোয়ানা ১৫ শতাংশ, ব্রাজিল ১০ শতাংশ, ব্রুনেই ২০ শতাংশ, কম্বোডিয়া ১৯ শতাংশ, ক্যামেরুন ১৫ শতাংশ, চাদ ১৫ শতাংশ, কোস্টারিকা ১৫ শতাংশ, কোট দিভোয়ার (আইভরি কোস্ট) ১৫ শতাংশ, কঙ্গো গণপ্রজাতন্ত্রী ১৫ শতাংশ, ইকুয়েডর ১৫ শতাংশ, ইকুয়েটোরিয়াল গিনি ১৫ শতাংশ, ভারত ২৫ শতাংশ, ইন্দোনেশিয়া ১৯ শতাংশ, ইরাক ৩৫ শতাংশ, ইসরাইল ১৫ শতাংশ, জাপান ১৫ শতাংশ, জর্ডান ১৫ শতাংশ, কাজাখস্তান ২৫ শতাংশ, লাওস ৪০ শতাংশ।

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ১০ শতাংশ, ফিজি ১৫ শতাংশ, ঘানা  ১৫ শতাংশ, গায়ানা ১৫ শতাংশ, আইসল্যান্ড ১৫ শতাংশ, লেসোথো ১৫ শতাংশ, লিবিয়া ৩০ শতাংশ, লিচটেনস্টেইন ১৫ শতাংশ, মাদাগাস্কার ১৫ শতাংশ, মালাউই ১৫ শতাংশ, মালয়েশিয়া ১৯ শতাংশ, মরিশাস ১৫ শতাংশ, মলদোভা ২৫ শতাংশ, মোজাম্বিক ১৫ শতাংশ, মিয়ানমার ৪০ শতাংশ, নামিবিয়া ১৫ শতাংশ, নাউরু ১৫ শতাংশ, নিউজিল্যান্ড ১৫ শতাংশ, নিকারাগুয়া ১৮ শতাংশ, নাইজেরিয়া ১৫ শতাংশ, নর্থ মেসেডোনিয়া ১৫ শতাংশ, নরওয়ে ১৫ শতাংশ, পাকিস্তান ১৯ শতাংশ, পাপুয়া নিউগিনি ১৫ শতাংশ, ফিলিপিন্স ১৯ শতাংশ, সার্বিয়া ৩৫ শতাংশ, দক্ষিণ আফ্রিকা ৩০শতাংশ, দক্ষিণ কোরিয়া ১৫শতাংশ, শ্রীলঙ্কা ২০শতাংশ, সুইজারল্যান্ড ৩৯শতাংশ, সিরিয়া ৪১শতাংশ, তাইওয়ান ২০ শতাংশ, থাইল্যান্ড ১৯ শতাংশ, ত্রিনিদাদ ও টোবাগো ১৫ শতাংশ, তিউনিসিয়া ২৫ শতাংশ, তুরস্ক ১৫ শতাংশ, উগান্ডা ১৫ শতাংশ, যুক্তরাজ্য ১০ শতাংশ, ভানুয়াতু ১৫ শতাংশ, ভেনেজুয়েলা ১৫ শতাংশ, ভিয়েতনাম ২০ শতাংশ, জাম্বিয়া ১৫ শতাংশ, জিম্বাবুয়ে ১৫ শতাংশ।

হোয়াইট হাউসের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কগুলোতে পারস্পরিক ন্যায্যতার অভাব রয়ে গেছে।

AHA
আরও পড়ুন