ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ট্রাম্প-পুতিন ফোনালাপ, জেলেনস্কির সঙ্গে বৈঠক চূড়ান্ত

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১১:১৭ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সম্প্রতি হওয়া ফোনালাপের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে পুতিনের মুখোমুখি বৈঠক চূড়ান্ত হয়েছে। 

সোমবার (১৮ আগস্ট) রাতে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

মের্জ বলেন, পুতিন ও জেলেনস্কির বৈঠক আগামী দুই সপ্তাহের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বৈঠকের স্থান এখনও নির্ধারিত হয়নি। বৈঠকের জন্য ভালো প্রস্তুতি প্রয়োজন। কিন্তু পুতিন কি আসলে এই সাহস দেখাবেন তা নিয়ে সংশয় রয়েছে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, রাশিয়া প্রথমে একটি দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তাব দিয়েছে, যার পর ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি যেকোনো ফর্ম্যাটে বৈঠকে বসতে প্রস্তুত। আমি শর্ত আরোপ করতে চাই না, কারণ পুতিন নিজেই শর্ত নিয়ে আসবেন। আমাদের নিঃশর্তভাবে মিলিত হয়ে যুদ্ধ শেষের পথ বের করতে হবে।

তবে, দ্বিপাক্ষিক বৈঠকের বিস্তারিত এখনও জানা যায়নি বলে উল্লেখ করেন তিনি।

SN
আরও পড়ুন