ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রসায়নে নোবেলজয়ীদের নাম ঘোষণা হবে আজ

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ১১:২৭ এএম

বিশ্ববিখ্যাত নোবেল পুরস্কার ঘোষণার তৃতীয় দিনে আজ বুধবার (৮ অক্টোবর) ঘোষণা করা হবে ২০২৫ সালের রসায়নে নোবেল বিজয়ীদের নাম।

সুইডেনের স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে এবং বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি এ বছরের বিজয়ীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।

এর আগে গত সোমবার (৬ অক্টোবর) থেকে শুরু হয়েছে চলতি বছরের নোবেল ঘোষণার আনুষ্ঠানিকতা।

চিকিৎসা ও পদার্থে পুরস্কার ঘোষণা

প্রথম দিন, চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী মেরি ই. ফ্রাঙ্কো এবং ফ্রেড রামসডেল এবং জাপানের গবেষক শিমন সাকাগুচি।তাদের গবেষণার বিষয় ছিল ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ যা মানুষের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থায় এক বৈপ্লবিক দৃষ্টিভঙ্গি এনেছে।

পরদিন, মঙ্গলবার (৭ অক্টোবর) পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের তিন মার্কিন বিজ্ঞানী-

  • জন ক্লার্ক,
  • মিশেল এইচ ডেভোরেট
  • এবং জন এম মার্টিনিস।
    তারা স্থূল কোয়ান্টাম যান্ত্রিক টানেলিং এবং শক্তির কোয়ান্টাইজেশন সংক্রান্ত গবেষণায় বিশেষ অবদান রাখায় এই সম্মাননা পান।

রসায়নে ২০২৪ সালের বিজয়ীরা

গত বছর, অর্থাৎ ২০২৪ সালে, রসায়নে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনজন বিজ্ঞানী-

  • ডেভিড বেকার (যুক্তরাষ্ট্র)
  • ডেমিস হাসাবিস (যুক্তরাজ্য)
  • এবং জন জাম্পার (যুক্তরাজ্য)।

ডেভিড বেকারকে সম্মানিত করা হয় ‘কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইন’-এ অসাধারণ অবদানের জন্য। অন্যদিকে, ডেমিস হাসাবিস ও জন জাম্পার কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশন প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে জীববিজ্ঞানের একটি দীর্ঘদিনের সমস্যার সমাধান করেন।

নোবেল সময়সূচি

  • আগামীকাল ৯ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৫টায় সাহিত্যে নোবেল
  • ১০ অক্টোবর (শুক্রবার) বিকেল ৩টায় শান্তিতে নোবেল
  • এবং ১৩ অক্টোবর (সোমবার) বিকেল ৩টা ৪৫ মিনিটে অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

১৮৯৫ সালে উইল করে যান সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল, যিনি ডিনামাইটের আবিষ্কারক হিসেবে পরিচিত। তার ইচ্ছা অনুযায়ী, তার সম্পদের একটি অংশ থেকে প্রতি বছর পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও শান্তি এই পাঁচটি ক্ষেত্রে অনন্য অবদান রাখা ব্যক্তিদের নোবেল পুরস্কার প্রদান করা হয়।
পরবর্তীতে ১৯৬৯ সালে এই তালিকায় যুক্ত হয় অর্থনীতি।

NB/AHA
আরও পড়ুন