নির্ধারিত সময়ের দুই বছর আগেই লাতিন আমেরিকায় মার্কিন সামরিক বাহিনীর প্রধান অ্যাডমিরাল অ্যালভিন হোলসি পদত্যাগ করছেন। চলতি বছরের ডিসেম্বরেই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়বেন বলে জানিয়েছেন তিনি। হোলসির এ পদত্যাগ এমন এক সময়ে এল, যখন ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় এক আকস্মিক ঘোষণায় হোলসির পদত্যাগের কথা জানান।
রয়টার্সকে দেওয়া এক সূত্রের তথ্য অনুযায়ী, ক্যারিবীয় অঞ্চলে সামরিক কৌশল ও অভিযান পরিচালনা নিয়ে অ্যাডমিরাল হোলসি এবং প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের মধ্যে গত কয়েক মাস ধরেই মতপার্থক্য চলছিল। এমনকি তাকে বরখাস্ত করা হবে কি না, সে নিয়েও অভ্যন্তরীণভাবে আলোচনা হয়েছে।
এ পটভূমিতে হোলসির পদত্যাগকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য জ্যাক রিড।
তিনি বলেন, অ্যাডমিরাল হোলসির পদত্যাগ আমার উদ্বেগ আরও বাড়িয়েছে। এই প্রশাসন আমাদের পূর্ববর্তী অভিজ্ঞতা এবং দক্ষ সামরিক নেতাদের উপেক্ষা করছে।
অ্যাডমিরাল হোলসি ছিলেন মার্কিন যুদ্ধ কমান্ডের নেতৃত্ব দেওয়া দুই কৃষ্ণাঙ্গ চার-তারকা অফিসারের একজন।
পদত্যাগের সুনির্দিষ্ট কারণ না জানালেও হোলসি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, আগামী ১২ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে অবসর নেবেন।
ইউক্রেন যুদ্ধ ইস্যুতে আবার বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন
১৩২টি যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া