ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এশিয়া সফর

কিম জং উনের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা ট্রাম্পের

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০৫:৩০ পিএম

চীন, জাপান ও মালয়েশিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকের লক্ষ্যে পাঁচদিনের সফরে এশিয়ার পথে রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরের শেষ দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেন তিনি।

শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় রাতে এশিয়া সফর শুরু করেন ট্রাম্প।

সফর শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, এই সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বাণিজ্য আলোচনায় বসবেন। সফরের শেষ দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেন তিনি।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সফরের শেষ দিনে দক্ষিণ কোরিয়ার বুসানে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধের অবসান ঘটাতে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবেন তিনি।

হোয়াইট হাউসে ফেরার পর এটিই ট্রাম্পের প্রথম এশিয়া সফর। তিনি মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন। মালয়েশিয়ায় পৌঁছে আসিয়ানের সম্মেলনে যোগ দেবেন এবং দেশটির সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করবেন তিনি।

এরপর ট্রাম্প টোকিওতে গিয়ে জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে সাক্ষাৎ করবেন। তাকাইচি দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন।

সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হবে দক্ষিণ কোরিয়া। ট্রাম্প সেখানে এপেক সম্মেলনে অংশ নেবেন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংসহ আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর বৃহস্পতিবার তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। এটি দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর তাদের প্রথম মুখোমুখি বৈঠক।

বিশ্বনেতারা মনে করছেন, এই বৈঠক যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধের সমাপ্তির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বেইজিংয়ের বিরল ধাতু রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছে, সেটি প্রশমনে আলোচনাটি বড় ভূমিকা রাখতে পারে। সূত্র: এএফপি।

DR/FJ
আরও পড়ুন