ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আবেগঘন ভাষণে যা বললেন মামদানি

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০১:২৯ পিএম

ইতিহাস গড়ে নিউইয়র্ক নগরের প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়ে জোহরান মামদানি ধন্যবাদ জানালেন তার স্ত্রী ও মা-বাবাকে। নির্বাচনে জয়ী ঘোষণার পর আবেগঘন এক ভাষণে মামদানি তার মা-বাবা ও স্ত্রীর প্রতি শ্রদ্ধা জানান।

মা-বাবাকে উদ্দেশ করে মামদানি বলেন, আজ আমি যে মানুষ হয়েছি, তা তোমাদের জন্যই। তোমাদের সন্তান হতে পেরে আমি গর্বিত।

জোহরান মামদানি একজন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম। তার মা ভারতের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার। বাবা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের খ্যাতিমান অধ্যাপক মাহমুদ মামদানিও জন্মগতভাবে ভারতীয়।

স্ত্রী রামাকে উদ্দেশে তিনি বলেন, এই মুহূর্তে ও জীবনের প্রতিটি মুহূর্তে তোমাকে পাশে পেতে চাই। এটাই আমার সবচেয়ে প্রিয় মুহূর্ত।

ডেমোক্রেটিক দলের প্রার্থী জোহরান মামদানি গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে নিউইয়র্ক নগরের ১১১তম মেয়র নির্বাচিত হয়েছেন। নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোকে পরাজিত করে ইতিহাস গড়েছেন তিনি। এ জয়ের মধ্য দিয়ে জোহরান শহরটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন। একই সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত ও আফ্রিকায় জন্মগ্রহণকারী কোনো অভিবাসী প্রথম নিউইয়র্কের মেয়র হলেন। শুধু তাই নয়, এক শতাব্দীর মধ্যে জোহরান হচ্ছেন সবচেয়ে কনিষ্ঠ মেয়র। সূত্র: বিবিসি

SN
আরও পড়ুন