ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৭

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য কেন্টাকির লুইসভিলে মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিমানের তিন আরোহী এবং মাটিতে থাকা আরও ১১ জন আহত হন বলে জানিয়েছে কতৃপক্ষ। 

কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় সূর্যাস্তের কিছুক্ষণ আগে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই মার্কিন পণ্য পরিবহণ সংস্থা ইউপিএস-এর একটি ওয়াইড-বডি কার্গো বিমান বিমানবন্দর সংলগ্ন একটি শিল্প করিডোরে আছড়ে পড়ে। এতে আশেপাশে আগুন ধরে যায়। 

বিমানবন্দর কতৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার ফলে দুটি রানওয়েতে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষে ছিটকে পড়েছিল, এতে রাতভর বিমান চলাচল বন্ধ রাখতে বাধ্য হয় কতৃপক্ষ।

দুর্ঘটনার পর মঙ্গলবার রাতে এক বিবৃতিতে ইউপিএস জানিয়েছে, ‘তিন ইঞ্জিন বিশিষ্ট বিমানটি হাওয়াইয়ের হনোলুলুর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। এতে দুই পাইলটসহ মোট তিনজন ক্রু ছিলেন, যাদের কেউ বেঁচে নেই।’

শিপিং কোম্পানিটি আরও জানিয়েছে, ‘এই দুর্ঘটনার কারণে আন্তর্জাতিক প্যাকেজগুলোর ডেলিভারি সময়সূচী প্রভাবিত হতে পারে। তবে যত দ্রুত সম্ভব পণ্যের ডেলিভারি নিশ্চিত করার জন্য ইতোমধ্যেই জরুরি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

লুইসভিলের মেয়র ক্রেগ গ্রিনবার্গ এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, বিমানের তিন আরোহী এবং ঘটনাস্থলে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, আহত ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশেয়ার বলেছেন, ভয়াবহ এই দুর্ঘটনায় আহতদের মধ্যে কিছু ব্যক্তি ‘খুবই গুরুতর’ আঘাত পেয়েছেন। ফলে নিহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এরআগে ২০১৩ সালের আগস্টে আলাবামার বার্মিংহামে আন্তর্জাতিক বিমানবন্দরে অবযুক্ততরণের সময় ইউপিএস-এর একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে দুই ক্রু নিহত হন।

NB/FJ
আরও পড়ুন