ইউক্রেনকে রাশিয়ার অংশ বলে দাবি করেছেন রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। এছাড়া ইউক্রেনীয় নেতৃত্বের সঙ্গে কোনো প্রকার শান্তি আলোচনার কথাও অস্বীকার করেছেন তিনি। মেদভেদেভের এই কথার তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেনি ইউক্রেনের রাজধানী কিয়েভ।
সোমবার (৪ মার্চ) কৃষ্ণসাগর নগরী সোচিতে এক যুব ফোরামে মেদভেদেভ বলেন, ইউক্রেনের নেতৃবৃন্দ আত্মসমর্পণ না করা পর্যন্ত ‘বিশেষ সামরিক অভিযান’ চালিয়ে যাবে রাশিয়া।
এ সময় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বে পরিচালিত ইউক্রেনের বর্তমান কর্তৃপক্ষের সঙ্গে শান্তি আলোচনার কথা অস্বীকার করেছেন মেদভেদেভ। তিনি আরও বলেন, ভবিষ্যত ইউক্রেনীয় কোনো সরকার রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসতে চাইলে তাদের অবশ্যই বাস্তবতা মেনে ইউক্রেনকে রাশিয়ার অংশ বলে স্বীকৃতি দিতে হবে। সূত্র : রয়টার্স
