বিক্ষোভ মিছিল করার সময় জলবায়ু ও পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গকে দুইবার আটক করে নেদারল্যান্ডসের পুলিশ। স্থানীয় সময় শনিবার জীবাশ্ম জ্বালানিতে দেয়া ভর্তুকির বিরুদ্ধে প্রতিবাদ করতে থুনবার্গসহ বেশ কয়েকজন হেগের একটি রাস্তা অবরোধ করে।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এক্সটিনশন রেবেলিয়ন এনভায়রনমেন্টাল গ্রুপের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছিলেন গ্রেটা থুনবার্গ। জীবাশ্ম জ্বালানিতে দেয়া ভর্তুকির বিরুদ্ধে প্রতিবাদ করতে হেগের একটি রাস্তা আটকে দেন তারা।
দেশটির পুলিশ জানিয়েছে, শনিবার চার শতাধিক মানুষকে আটক করা হয়। তাদের মধ্যে ১২ জনকে উস্কানি দেয়ার জন্য আটক করা হয়েছে। আটক ওই চারশতাধিক মানুষের মধ্যে থুনবার্গও ছিলেন। তবে তাকে আটকের কিছুক্ষণ পরেই ছেড়ে দেয়া হয় বলে জানায় অধিকারকর্মীরা। কিন্তু মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই রাস্তা আটক করে রাখা বিক্ষোভকারীদের সঙ্গে আবারও যোগ দেন গ্রেটা। সেখানেই তাকে দ্বিতীয়বার আটক করে পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়। পরে ছেড়ে দেয়া হয় তাকে।
শনিবার সকালে ডাচ সিটি সেন্টার থেকে থুনবার্গসহ কয়েকশ’ মানুষ কাছাকাছি 'এ-১২' নামের একটি মহাসড়কে মিছিল করে সড়ক আটকে দিয়েছিল। এই সড়কটি দেশের অন্যান্য বড় শহর আমস্টার্ডডাম, রটারডার্ম ও ইউট্রেটের সাথে সংযুক্ত। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামানসহ অন্যান্য শক্তির ব্যবহার করে। এছাড়া মহাসড়ক অবরোধ করতে মিছিলকারীদের বাধা দিয়ে সহিংসতা এড়াতে পুলিশ সতর্ক করেন। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান লেখা পতাকা বহন করেন। ‘এখনই জ্বালানি ভর্তুকি বন্ধ করুন’, ‘পৃথিবী গ্রহটি মারা যাচ্ছে।’ মিছিল থেকে এসব শ্লোগান দেয়া হয়। এরপর পুলিশি বাধায় মিছিলটি আর সামনে এগোতে পারেনি।
থুনবার্গকে সাময়িকভাবে আটকের আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের পৃথিবী বিপর্যয়ের মুখোমুখি এবং যখন আমাদের কিছু করার আছে তখন আমরা মানুষের পাশে দাড়াতে চাই। জীবন ও জীবিকা হারিয়ে তাদের জলবায়ু উদ্বাস্তু হতে দিতে পারি না।’
সাম্প্রতিক মাসগুলোতে জীবাশ্ম জ্বালানি ব্যবহারে সমস্ত ভর্তুকি বন্ধের দাবীতে পরিবেশ আন্দোলনকারীরা বেশ কয়েকবার 'এ-১২' রাস্তাটি অবরোধ করে।
