ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পৃথিবীকে পাঁচটি দেশের করুণার ওপর ছেড়ে দেওয়া যায় না

১৯৪টি দেশের ভবিষ্যত এক বা একাধিক স্থায়ী সদস্যের মুখে ছেড়ে দেওয়া উচিত নয়। পৃথিবী পাঁচটি দেশের চেয়ে অনেক বড়।

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৪:০৬ পিএম

জাতিসংঘকে সম্পূর্ণরূপে সংস্কারের আহ্বান জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, পৃথিবীকে পাঁচটি স্থায়ী (নিরাপত্তা পরিষদ সদস্য) দেশের করুণার ওপর ছেড়ে দেওয়া যায় না।

শুক্রবার (২৯ নভেম্বর) ইস্তাম্বুলে টিআরটি ওয়ার্ল্ড ফোরামে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। খবর মেহর নিউজের।

একই সঙ্গে নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যের কঠোর সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট।

১৯৪টি দেশের ভবিষ্যত এক বা একাধিক স্থায়ী সদস্যের মুখে ছেড়ে দেওয়া উচিত নয়। পৃথিবী পাঁচটি দেশের চেয়ে অনেক বড় বলেও জানান তিনি।

পৃথিবীতে চলমান মানবিক সঙ্কটগুলোর উদাহরণ দিয়ে বর্তমান বৈশ্বিক ব্যবস্থার দুর্বলতা তুলে ধরে এরদোগান বলেন, প্রতিটি সঙ্কটই ন্যায়, শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা উন্নয়নের একটি সুযোগ সৃষ্টি করে।

এছাড়া তিনি বলেন, আমরা গাজা ও লেবাননের জনগণকে সাহায্য অব্যাহত রেখেছি। 

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তুরস্ক এর আগেও হামাসের সঙ্গে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছে এবং তাদেরকে এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ দিয়েছে। এরদোগানের এই বক্তব্য তার অঞ্চলে ইসলামি দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার গুরুত্বের ওপর জোর দেয়। গাজা ও লেবাননে চলমান সংঘাতকে কেন্দ্র করে এই আহ্বান নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

উল্লেখ্য, পাঁচটি স্থায়ী দেশ হচ্ছে চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। যাদের ১৯৪৫ সালে জাতিসংঘ সনদ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি স্থায়ী আসন প্রদান করে। এই স্থায়ী সদস্যদের নিরাপত্তা পরিষদের রেজুল্যুশন, নতুন সদসদেশে অন্তর্ভুক্তি বা মহাসচিব প্রার্থীর নিয়োগে ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে।

AHA/WA
আরও পড়ুন