ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সিরিয়ায় বাশার আল-আসাদের রাজ্য পতনের মুখে?

সিরিয়ার বিদ্রোহী দুই সশস্ত্র গোষ্ঠী ‘হায়াত তাহরির আল-শাম’ (এইচটিএস) এবং তাদের সহযোগী ‘জইশ আল-ইজ্জা’র যৌথবাহিনী ক্রমশ এগোচ্ছে সিরিয়ার রাজধানী দামেস্কোর দিকে। তাদের দাবি, তারা সিরিয়ার রাজধানী ঘেরাওয়ের কাজ শুরু করেছে।

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ এএম

সিরিয়ার একের পর এক শহর দখল করছেন বিদ্রোহীরা। গত কয়েকদিনে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোসহ অনেক শহর বিদ্রোহীরা দখলে নিয়েছে। ধীরে ধীরে এগোচ্ছেন রাজধানীর দিকে। রোববার (৮ ডিসেম্বর) রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।  

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা আশঙ্কা করছেন আগামী সপ্তাহের মধ্যেই প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার ক্ষমতা হারাতে পারেন।

সিরিয়ার বিদ্রোহী দুই সশস্ত্র গোষ্ঠী ‘হায়াত তাহরির আল-শাম’ (এইচটিএস) এবং তাদের সহযোগী ‘জইশ আল-ইজ্জা’র যৌথবাহিনী ক্রমশ এগোচ্ছে সিরিয়ার রাজধানী দামেস্কোর দিকে। তাদের দাবি, তারা সিরিয়ার রাজধানী ঘেরাওয়ের কাজ শুরু করেছে। শনিবার বিদ্রোহীরা ঘোষণা করেন, দামেস্ক আমাদের অপেক্ষা করছে।

বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস-এর নেতা আবদেল ঘানি বলেছেন, দামেস্কো দখলের চূড়ান্ত পর্যায়ে রয়েছে আমাদের বাহিনী। রাজধানী থেকে বিদ্রোহীরা আর মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থান করছেন। আবদেল জানান, সিরিয়ার সেনা রাজধানী ছাড়তে নারাজ। তবে বিদ্রোহীরা শীঘ্রই রাজধানী দখল করবেন।

গত ১৩ বছরেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে সিরিয়ায়। ২০১১ সালে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে গণতন্ত্রপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলিকে মদত দিয়েছিল আমেরিকা। পরবর্তী সময়ে আইএসের রুখতে নেটো বাহিনী হামলা চালিয়েছিল। সামরিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন, গত কয়েক মাসে ইসরায়েলি বিমান হামলায় আসাদ বাহিনীর অবস্থান দুর্বল হয়ে পড়েছে। তাই দামেস্কো রক্ষার জন্য তাদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।

MB/AHA
আরও পড়ুন