ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সিরিয়ার নতুন সরকারকে সামরিক সহায়তা দেবে তুরস্ক

৮ ডিসেম্বর বিদ্রোহীদের হামলার মুখে আসাদ সরকার দেশ ছেড়ে পালিয়ে যান। এর মধ্য দিয়ে দেশটিতে ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়।

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১০:০৬ এএম

সিরিয়ায় বাশার আল আসাদ সরকার পতন ঘটিয়ে নতুন অন্তর্বর্তী সরকার গঠন করেছে বিদ্রোহী জোট। নতুন সরকার চাইলে তুরস্ক দেশটিতে সামরিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলা।

রোববার (১৫ ডিসেম্বর) সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদন এসব কথা বলা হয়।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, গত ৮ ডিসেম্বর সিরিয়ায় স্বৈরশাসক বাশার আল আসাদের পতন ঘটে। বিদ্রোহীদের হামলার মুখে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। এর মধ্য দিয়ে দেশটিতে ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়।

বিভিন্ন বিদ্রোহী গ্রুপ এবং আন্তর্জাতিক স্বার্থ গোষ্ঠীর চাপে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই অবস্থায় বিদ্রোহীদের নেতৃত্বে গঠিত সরকারকে সরাসরি সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে আঙ্কারা। তবে ইসলামপন্থী এই বিদ্রোহীরা শুরু থেকেই তুরস্কের সহযোগিতা পেয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, বাশার আল আসাদের শাসনের বিরুদ্ধে বিদ্রোহকে কেন্দ্র করে সিরিয়ার যে গৃহযুদ্ধের সূচনা হয় সেখানে না চাইতেও তুরস্ক একটি বড় ফ্যাক্টর হয়ে ওঠে। গৃহযুদ্ধ থেকে বাঁচতে প্রায় ৩০ লাখ মানুষ দেশ ছেড়ে প্রতিবেশী তুরষ্কে আশ্রয় গ্রহণ করে। বিপুল শরণার্থীর এই চাপ থেকে মুক্ত হতে তুরস্ককে সিরিয়ায় হস্তক্ষেপে উৎসাহিত করে।

বিদ্রোহীরা সিরিয়ার ক্ষমতা দখলের পরেই উচ্চপদস্থ একাধিক তুর্কি কর্মকর্তা দামেস্ক সফরে যান। তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান সিরিয়ার বিদ্রোহী নেতাদের সঙ্গে বৈঠকের দুদিন পরেই শনিবার দামেস্কে পুনরায় নিজেদের দূতাবাস চালুর ঘোষণা দেয় আঙ্কারা। এরপরেই তুরস্কের পক্ষ থেকে সিরিয়ার নতুন সরকারকে সামরিক সহায়তা দেওয়ার প্রস্তাব এসেছে।

AHA/KK
আরও পড়ুন