ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন

হামলার হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, আমরা হুতিদের ওপর কঠোরভাবে আঘাত হানব এবং তাদের নেতৃত্বকে ধ্বংস করব।

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪৮ পিএম

গাজাবাসীর সমর্থনে ইসরায়েলের ভূখণ্ডে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি সমর্থিত সামরিক বাহিনী। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। 

প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র হামলা চালালে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোরের দিকে ইসরায়েলের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে। তবে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশসীমা অতিক্রম করার আগেই ধ্বংস করা হয়েছে বলে দাবি তাদের।

ইসরায়েলের জাতীয় জরুরি চিকিৎসা, দুর্যোগ, অ্যাম্বুলেন্স ও ব্লাড ব্যাংক পরিষেবা—ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, হামলার সময় বোম্ব শেল্টারে আশ্রয় নিতে গিয়ে অন্তত ২৫ ইসরায়েলি আহত হয়েছেন, যাদের মধ্যে এক নারীর অবস্থা গুরুতর। তাকে চিকিৎসার জন্য তেল আবিবের ইচিলভ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে, ২১ ডিসেম্বর তেল আবিবে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের পক্ষ থেকে প্রতিশোধের হুঁশিয়ারির মধ্যেই আবারও হামলার ঘটনা ঘটলো।

বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ড পার হওয়ার আগেই ভূপাতিত হয়েছে। 

হামলার হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, আমরা হুতিদের ওপর কঠোরভাবে আঘাত হানব এবং তাদের নেতৃত্বকে ধ্বংস করব।

AHA/KK
আরও পড়ুন