ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পোপ ফ্রান্সিসের অবস্থা ‘আশঙ্কাজনক’

ভ্যাটিকান থেকে জানানো হয়, ‘সোমবার পোপের শ্বাসযন্ত্র প্রায় অকার্যকর হয়ে পড়েছে।’

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০৮:৩৫ পিএম

ফুসফুস সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি পোপ ফ্রান্সিসের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার (৪ মার্চ) ভ্যাটিকান একথা জানিয়েছে। খবর: এএফপি’র।

ব্রঙ্কাইটিস ধরা পড়ায় ১৪ ফেব্রুয়ারি ৮৮ বছর বয়সী পোপকে রোমের জেমেলি হাসপাতালে ভর্তি করা হয়। ব্রঙ্কাইটিসের কারণে উভয় ফুসফুসে নিউমোনিয়া দেখা দেয়। পোপের অসুস্থতায় বিশ্বজুড়ে খ্রিষ্ট ধর্মের মানুষ উদ্বিগ্ন।

ভ্যাটিকান থেকে মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় জানানো হয়, সোমবার (৩ মার্চ) পোপের শ্বাসযন্ত্র প্রায় অকার্যকর হয়ে পড়েছে।

শ্বাসযন্ত্রের অকার্যকরতার কারণে পোপের মৃত্যুও হতে পারে। কারণ, এই অবস্থায় ফুসফুস রক্তে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে পারে না অথবা শরীরে কার্বন ডাই অক্সাইড জমা হয়।

জেসুইটকে জেমেলির ১০ তলায় পোপদের জন্য সংরক্ষিত একটি বিশেষ স্যুটে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ফ্রান্সিস অসুস্থতার কারণে টানা তৃতীয় রোববার ঐতিহ্যবাহী অ্যাঞ্জেলাসের প্রার্থনায় অংশ নিতে পারেননি। 

FJ
আরও পড়ুন