সার্বিয়ার পার্লামেন্টে অধিবেশন চলাকালে বিশৃঙ্খলা একপর্যায়ে রণক্ষেত্রে রূপ নেয়। এ সময় বিরোধী দলীয় এমপিরা পার্লামেন্টের ভিতরেই স্মোক গ্রেনেড বা ধোয়া সৃষ্টিকারী গ্রেনেড ছুড়ে মারেন। একই সঙ্গে ছুড়ে মারেন কাদানে গ্যাস।
মঙ্গলবার (৪ মার্চ) দেশটির পার্লামেন্টে ঘটে যাওয়া এ ঘটনা একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে।
জানা গেছে, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ এবং শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানাতে তারা পার্লামেন্টের ভিতরেই এ ঘটনা ঘটান। এ সময় পুরো পার্লামেন্ট ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায়। পার্লামেন্ট চেম্বারে জড়ো হন কয়েক ডজন এমপি। এ সময় বিরোধী দলীয় এমপিরা উত্তেজনা সৃষ্টি করেন। তারা স্মোক গ্রেনেড ও ডিম ছুড়ে মারেন। নিজেদের আসন ছেড়ে লাফিয়ে ওঠেন এবং নিরাপত্তা রক্ষাকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরেন। এ সময় পার্লামেন্টের ভিতরে ধোয়ায় ভরে যায়। কেউ কেউ একটি ব্যানার তুলে ধরেন। তাতে লেখা- শাসকগোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করতে জেগে ওঠো সার্বিয়া।
আরও জানা গেছে, একজন অন্তঃস্বত্তাসহ ক্ষমতাসীন সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টির তিনজন সদস্য আহত হয়েছেন। তাদের একজন স্ট্রোকে আক্রান্ত হন। ছাত্রদের নেতৃত্বে আন্দোলনে সমর্থন দিতে এই বিশৃংখলা সৃষ্টি করা হয়।
উল্লেখ্য, শিক্ষার্থীদের আন্দোলনে দেশটি অচল হয়ে পড়েছে। কট্টরপন্থি প্রেসিডেন্ট আলেকজান্দর ভুসিচের জন্য এটাই সবচেয়ে বড় হুমকি। নভেম্বরে দেশটির নোভি সাদ শহরে একটি রেলওয়ে স্টেশন ধসে পড়ে। তাতে ১৫ জন নিহত হন। তারপর থেকেই দেশটিতে রাজনৈতিক সংকট শুরু হয়। সূত্র: সিএনএন, রয়টার্স
শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে: ড. ইউনূস
পাকিস্তানে বোমা হামলায় নিহত ১১