ঢাকা
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

পার্লামেন্ট ভেঙে দিল সিঙ্গাপুর

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৭:৪৩ পিএম

সাংবিধানিক বিধি মেনে পার্লামেন্ট ভেঙে দিয়েছে সিঙ্গাপুর। জাতীয় নির্বাচন এগিয়ে আসায় দেশটির প্রেসিডেন্ট থারমান শানমুগারত্মম প্রধানমন্ত্রী লরেন্স উওংয়ের সঙ্গে পরামর্শের পর সোমবার (১৪ এপ্রিল) পার্লমেন্ট বিলুপ্ত ঘোষণা করেন। আগামী তিন মাসের মধ্যে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশটিতে ১৯৬৫ সাল থেকে ক্ষমতায় আছে পিপলস অ্যাকশন পার্টি (প্যাপ)। অর্থাৎ ১৯৬৫ সাল থেকে এ পর্যন্ত হওয়া প্রতিটি নির্বাচনে জয়ী হয়েছে প্যাপ। ব্যাপক জনপ্রিয়তা এবং  সামনে কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী দলের অনুপস্থিতিই এই সাফল্যের রহস্য।

দলটি কত ব্যবধানে জিতবে— সেই প্রশ্ন উঠতেই পারে। কারণ সর্বশেষ ২০২০ সালের নির্বাচনে জয়ী হলেও বিগত নির্বাচনের তুলনায় সেবার প্যাপের ফলাফল বেশ নেতিবাচক ছিল।

তাছড়া গত প্রায় ১ যুগ ধরে ধীর গতিতে হলেও সিঙ্গাপুরে বিরোধী রাজনৈতিক দলগুলোর উত্থান ঘটছে। সর্বশেষ ২০২০ সালের নির্বাচনে ১০টি আসন জিতেছিল বিরোধীরা যা দেশটির রাজনৈতিক ইতিহাসের একটি রেকর্ড। এর আগে কখনও কোনো নির্বাচনে আসন জয়ের ক্ষেত্রে দু’অঙ্ক ছুঁতে পারেনি বিরোধীরা।

সিঙ্গাপুরের জনসংখ্যা ৬০ লাখ ৪০ হাজার। দেশটির পার্লামেন্ট ‘পার্লামেন্ট সিঙ্গাপুর’ এককক্ষ বিশিষ্ট আইনসভা এবং এর মোট আসনসংখ্যা ১১৫টি। 

AA/AHA
আরও পড়ুন