ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গাড়ি বোমা বিস্ফোরণে শীর্ষ রুশ সেনা কর্মকর্তা নিহত

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০৭:৫০ পিএম

রাশিয়ার রাজধানী মস্কোয় গাড়ি বিস্ফোরণে দেশটির সশস্ত্র বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) গাড়িবোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটে। খবর বিবিসির 

রাশিয়ার গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মস্কোর বালাশিখা শহরে বোমায় গাড়ি উড়ে গিয়ে নিহত হন রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান অভিযান পরিচালনা অধিদপ্তরের উপপ্রধান কমান্ডার ইয়ারোস্লাভ মোসকালিক।

বাসার কাছে দাঁড় করিয়ে রাখা গাড়িতে বোমাটি পেতে রাখা হয়েছিল। সামরিক ওই কমান্ডার গাড়ির কাছে হেঁটে আসার পরই দূর থেকে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, রুশ এই কমান্ডার ছিলেন ক্রেমলিনপন্থি। তিনি রাশিয়ায় থাকা ইউক্রেনীয়দের হামলার নিশানা হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনার মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন।
 
অন্যদিকে, ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় অন্তত ৯০ জন আহত হয়েছেন। বেশ কয়েকটি ভবন ভেঙে পড়েছে এবং আগুন লেগেছে। উদ্ধারকারীরা ১২ ঘন্টারও বেশি সময় পরে ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধার করছেন।

FJ
আরও পড়ুন